শাফিন: হ্যালো,,,,,,,,,,,,؟
স্বাধীন__বল কি বলবি???
শাফিন :একটি কাজ আছে তাই কল করলাম????
স্বাধীন__তাতো আমি ভালো করেই জানি কাজ না থাকলে তো আর তুই আমাকে কল করতি না,,,!!!!!
শাফিন :তুই আমার ফ্ল্যাটে চলে তারপর সব বুঝিয়ে বলছি ,,,,
স্বাধীন__আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি আসছি ,।
ফোন রাখতেই কলিং বেলটি বেজে ওঠে,,,, দরজা খুলতেই সাফিন দেখে অফিসে পিয়ন এসে দাঁড়িয়ে আছে। সাথে বিল্ডিং এর কেয়ারটেকার ,,,,, পিয়নের হাত থেকে ফাইলগুলো নেয়।
আর কিছুক্ষণ পরে সাফিনের বন্ধু এসে হাজির হয়।
স্বাধীন: এবার বল কি হয়েছে????
শাফিন: স্বাধীনের হাতে জমি ডকুমেন্টের ফাইলগুলো দিয়ে বলে এনে দেখ পর এটা। এইখানেই যেতে হবে আমাদের।।।
স্বাধীন: ঠিক আছে সমস্যা নেই।
শাফিন: কিন্তু জানিস তো স্বাধীন ,,,,,এটা আমাদের অফিসের একটি প্রজেক্ট,,,, কিন্তু এই জমিতে কাজ করার জন্য আমার মনটা না শাই দিচ্ছে না।
স্বাধীন :কোথায় যেতে হবে আমাদের????
শাফিন : ঐতো বিক্রমপুর *"
স্বাধীন: কি বিক্রমপুর ........এটা বলে অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল,,,,,,, কেননা তার সব জায়গায় তার চেনা বিক্রমপুর যে খুব অচেনা একটা জায়গা তেমন না। কেননা স্বাধীনের একটি পুরনো স্বভাব নানান জায়গায় ঘুরে বেড়ানো।
তাই শাফিন কোন কাজে গেলে বেশিরভাগ সময় স্বাধীন কে সাথে করে নিয়ে যায়।।।।
___কিন্তু এইবার স্বাধীনই বিক্রমপুরে নামটা শোনার পর তার হাত পা ঠান্ডা হয়ে শিতিয়ে যাচ্ছিল।
স্বাধীন: আচ্ছা বিক্রমপুর তোর কি কাজ ওইখানে কেন যাবি???
শাফিন: ওইখানে আমাদের কোম্পানির একটি জমি আছে ওইখানে কাজটি করতে হবে।
স্বাধীন :তোর কোম্পানির কি আর কোন জায়গা পেল না,??? বাংলাদেশে কি জায়গার অভাব পরেছে যে ওইখানে যাওয়া লাগবে !!!!!! ওইখানে সাধারণ মানুষের যাওয়াটা কতটা ভয়ংকর হতে পারে তুই জানিস????????
শাফিন :আমিও সেটাই ভাবছি যে, বিক্রমপুর যেসব ঘটনা ঘটছে সেগুলো তো কারো অজানা নয়। কিন্তু এসব ঘটনা এত বড় কোম্পানির কাছে হেসে উড়িয়ে দেওয়ার মত। এগুলো তেমন কোন বিষয় না।
দুজনে অনেকক্ষণ চুপ থাকার পর।।।।।।
.........চলবে.......
,পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ।
আলো
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
178
Views
10
Likes
3
Comments
5.0
Rating