আলো

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সকাল তখন প্রায় দশটা বেজে গেছে। নিজের রুমের বসে মনের আনন্দে চা এ চুমুক দেই শাফিন। চায়ে চুমু দিতে দিতে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ছিল। সামনে অনেক বড় একটি জানালা ছিল। জানালাটি দরজার মত খোলা যায়। একটু আগে সে বারান্দা থেকে ঘুরে এসেছি। তাই জানালাটা একটু খোলা। এ হালকা খোলা ফাঁকা জায়গা দিয়ে শিরশির করে শীতে হাওয়া ডুকছে। চায়ের কাপটা টেবিলে রেখে, গলা অব্দি কম্বল মুড়ি দিয়ে জানালার ফাঁকা দিয়ে বৃষ্টির খেলা দেখতে থাকে।।
চোখ হয়তো হালকা বুঝে এসেছিল তার। ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে বিরক্তিকর হয়ে ফোনটা তোলে সে** ফোনের ওপাশ থেকে একটা মেয়ের গলা ভেসে আসে।--হ্যালো ..শাফিন স্যার বলছিলেন ???

শাফিন: হ্যাঁ'আপনি কে বলছেন !

--স্যার আমাকে এমডি স্যার পাঠিয়েছে আপনার সাথে কথা বলার জন্য।
শাফিন: ও বুঝতে পেরেছি তো কি বলতে পাঠিয়েছে বলেন ।

--স্যার আমাদের কোম্পানি একটি জমি কিনেছে ফ্যাক্টরির করার জন্য জায়গাটি অনেক দূরে ,, নির্জনা ও বটে ; এমডি স্যার আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে ,। জায়গাটা দেখে আসতে। এমনকি এই প্রজেক্টটি দায়িত্ব আপনার উপরই দিতে চায়। এমনি চান নিজে আপনাকে কল করতো , উনি একটু অসুস্থ হয় ফোনটা আমি করেছি। আপনার মতামত জানার জন্য আর কি??

শাফিন: ও আচ্ছা এই ব্যাপার ভেবে দেখছি"

--স্যার তাহলে কি আপনি রাজি??

শাফিন :তা বলতে পারেন আমি রাজি খুব শীঘ্রই এমডি স্যারের সাথে যোগাযোগ করব ।

--ধন্যবাদ স্যার ,,,,,,, স্যার আরেকটি বিষয় বলতে হবে!!!

শাফিন: হ্যাঁ বলুন????

--স্যার আমরা যে জমিটা কিনেছি ঐ জমিটা অনেকে দখল করতে চাচ্ছে ..; আপনি সেখানে গিয়ে যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে __তাহলে আমরা আজকেই কাজ শুরু করতে চাই--আপনি আজকে চারপাশের দেয়াল তোলার কাজটি শুরু করে দিতে পারেন।।

শাফিন: সে না হয় ঠিক আছে কিন্তু আমি যে জমিটা দেখতে যাব সেখানে ডকুমেন্ট তো আমার কাছে পাঠানো হয়নি।!!!

--স্যার আমাদের আমাদের কোম্পানি থেকে অলরেডি একজন ডকুমেন্ট নিয়ে আপনার বাসায় দিকে রওনা দিয়েছে।

ফোনটা রেখে দেওয়ার ,,পর শাফিন বাইরের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি আরো বেড়েছে ''বাতাস ঘন ঘন বইছে ! বাহিরে ঝড়ো বাতাসে ঘরের মধ্যে মেজে ভিজে গেছে,,,, তখন শাফিন জানালাটা বন্ধ করে দেয়। মেজেটা ভিজা থাকার কারণে সাবধানে চলাফেরা করতে হচ্ছে কারণ যখন তখন পড়ে যেতে পারে। তারপর শাফিন ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নেয় তারপর একটি কল করে,,,,,,,,,,,,,,,,!!

................... চলবে..................
327 Views
12 Likes
3 Comments
4.3 Rating
Rate this: