
ভালোবাসা বারন
উৎসবের রাতটি ছিল শান্তিপুরের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি রাত। সেই রাতে গ্রামের আকাশে আলো ছড়াচ্ছিলো রঙিন বাতিগুলো, এবং মানুষের হৃদয়ে ছিল অদ্ভুত এক শান্তি। রাহুল ও মেঘনা নিজেদের জয়কে গ্রামবাসীর চোখে প্রতিফলিত হতে দেখছিল। কিন্তু এই জয় ছিল কেবল শুরু—তারা জানতো, সমাজের পুরোনো ধ্যানধারণাগুলি মুছে দিয়ে নতুন ভাবনার বীজ বপন .....