কারণ আমার বুকে যে ভয়............
কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেনো উথাল পাথাল করছে। বাবা বার বার ফোন দিচ্ছে যে আমরা আর কত দূর।
হাসপাতালে পৌঁছানো মাত্রই। আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাদতে শুরু করলো।
আমি বললাম কি হয়েছে বাবা তুমি কাদছো কেন আমাকে বলো কি হয়েছে।
আমার বাবা আমাকে বলল
বাবা - মা তোর নিজের মন কে তুই শক্ত কর।
এই কথাটা আমার বাবার মুখ থেকে শোনা মাত্রই আমি বুঝে গেছি। তারপর ও নিজেকে বিশ্বাস না করে বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বলো কেন বললে তুমি আমাকে শক্ত হতে
বাবা - রুবেল আর বেঁচে নেই রে গাড়ির কাচে ওর শরীর টা ক্ষত বিক্ষত হয়ে গেছে আর রুবেলের ছোট ৫ বছরের ভাগ্নি টা ও মারা গেছে। আর বাকিরা আছে কোনরকম
কারো যেনো কোনো কথাই আমার কানে ঢুকছে না
সারা শরীর কেমন যেন অবস হয়ে আসছে।
আমি অজান্তেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম।
সেই বিয়ে বাড়ির আনন্দ উৎসব কান্নায় পরিণত হলো
আমার যখন জ্ঞান ফিরে তখন আমি আমার ঘরে শুয়ে আছি আমার পাশে মা দাদী নানী খালা সবাই বসে রয়েছে
আমার জ্ঞান ফিরা মাত্রই আমার মা বলল করে তোর শরীর এখন কেমন লাগছে। তখনও আমি আমার বিয়ের লেহেঙ্গাটা পরে আছি কিন্তু যে সব গহনা পরে ছিলাম সব খুলে ফেলেছে মা
মা কান্না কান্না করতে করতে নিচে নিয়ে আসল
কাফনের কাপড় মোড়ানো দিয়ে দুইটি লাশ আমার শশুড় বাড়ির সকলে অঝোরে কান্না করছে
আমার শাশুড়ি আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরলো। মা এটা কি হয়ে গেলো আমি কেমনে বেছে থাকবো এই দুনিয়ায় আমার ছেলে কে না নিয়ে একে নিয়ে যাইতো
আমি তখন চুপ কোনো সাড়া শব্দ করছি কারো আমি একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম আর ননদ তো পাগল প্রায় কর তার পাঁচ বছরের মেয়ে তার চোখের সামনে পৃথিবী থেকে কলে গেলো। সে এটা কিভাবে মানবে
আমাকে নিয়ে গেলো শেষ বারের মত রুবেলের ক্ষত বিক্ষত নিথর দেহটা দেখানোর জন্য
যখন মুখের উপর থেকে কাপড়টা সরাতেই আমার সব ঘোর কেটে গেলো আমার সাথে রুবেলের সমস্ত স্মৃতি মনে পড়তে লাগলো। আমি রুবেলকে জড়িয়ে ধরে কাদতে লাগলাম
আমার মা আমাকে ধরতে আসে তখন আমার বাবা আমার মাকে আইকায় বলে কাদতে দাও ওকে
যখন দাফনের সময় হয়ে গেছে লাশ নিয়ে যাচ্ছে আমি রুবেলকে আমার কাছে আটকে রাখতে পারলাম না রুবেলের সাথে যেতেও দিল না
সবাই আমাকে ধরে রাখল..................
আমি আমার মাকে বলতে লাগলাম মা আমাকে রুবেলের কাছে যেতে দাও
মা কাদতে কাদতে বলল
মা - না মা তুই এসব কি বলছিস
আমি _ মা যদি রুবেলের সাথে যেতেই মা দাও তাহলে আমাকে রুবেল সাথে বিয়ে দিয়েছিল কেনো
মা গো মা আমার খুব কষ্ট হচ্ছে মা আমি পারছিনা নিজেকে সামলাতে...........
তোমায় ভালবাসবো কি করে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
188
Views
6
Likes
1
Comments
5.0
Rating