আমি আবারও ফিরে যেতে চাই সেই ছোট্ট বেলায়। ফিরে যেতে চাই সেই সময় টাতে, যখন ছিল না কোন দুঃখ কষ্ট, যখন ছিল না কোন টেনশন। ফিরে যেতে চাই সেই সময়টাই যখন সারা দিন খেলা করতাম, আর বনে বাদাড়ে ঘুরে বেড়াতাম,
আম্মু আর একটাবাড় আমি সুযোগ চাই, আর কখনো স্কুল মিস করব না, আমি এবার তোমার বাধ্য সন্তান হতে চাই, আম্মু আমি আর কখনো দুষ্টামি কড়বো না।
আমি আবারো ফিরে পেতে চাই শৈশবের সেই ছোট বন্ধুদের যারা জীবিকার তাগিদে আজ ভিন্ন ভিন্ন শহরে।
আব্বু আমি আবারও ফিরে পেতে চাই তোমার সেই আদর। আমি আবারো তোমার কড়া শাসনে আবদ্ধ হতে চাই।
ফিরে পেতে চাই
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
116
Views
9
Likes
2
Comments
5.0
Rating