আগামী কাল থেকে আমবস্যা শুরু হবে। মনের মধ্যে পকিছুটা সংকোচ বোধ করছিলাম তিনি শুধু আমাকে আমবস্যার কথা বলে গিয়েছিলেন তবে, আমবস্যার কত নাম্বার দিনে আবার স্বপ্নে আসবেন তা বলেন নি।
আজ আমবস্যার প্রথম দিন, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবে আমি সপ্বে কারো দেখা পায় নি। আর আমবস্যার দ্বিতীয় রাতেই আমি উনাকে স্বপ্নে দেখতে পাই
তবে উনার কন্ঠস্বর আগের মতো হলেও পোষাক পরিধি সব কিছু ভিন্ন। তিনি আমাকে বলে গেছেন, চন্দ্রনাথ পাহার নামক একটি পাহারে আমাকে যেতে হবে,
এক বছরের জন্য সেখান থেকে আমি কি সংগ্রহ করবো আর কি করব তা নাকি কাবিলা আমাকে বলে দিবে। আর শেষে তিনি বলে গেছেন তুমি যাওয়ার আগে অবশ্যই তোমার বাবার অনুমতি নিয়ে যাবে, উনার কথামতো আমি আমার বাবাকে সব কিছু বুজিয়ে বলি,
আর সব কিছু শুনে বাবাও অনুমতি না দিয়ে পারলেন না।
পরদিন সন্ধ্যায় আমি কাবিলাকে ডাকি, আর ওকে দেখে আমি পুরোপুরি হতভাগ হয়ে যায়। কারন ওর পুরো রুপটাই পরিবর্তন হয়ে গিয়েছে। দেখতে হুবহু মানুষের মতো।
তবে ওর একটা পাঁ কাটা, আমি জিজ্ঞেস করলাম তোমার এই অবস্থা কেন, তখন কাবিলা হাত দিয়ে ইশারা করে অদ্ভুত এক বাহন দিয়ে আসলো যা আগে কখনো দেখি নি। কাবিলা বলল উঠে বস। আমিও বসলাম সাথে কাবিলাও।ও হাত দিয়ে ইশারা করতেই বাহনি উড়ে গেল। আর কাবিলা বলতে লাগলো
আমি কোন পেতনী না, আসলে আমি তোমার দাদুর বিশস্ত একটা জ্বীনছিলাম, আমি বড় ধরনের একটা ভুল কাজ করায় তোমার দাদু আমাকে অভিশাপ দিয়েছে আর অদৃশ্য শক্তি দিয়ে একটি পাঁ কেটে নিয়েছে।। এই অভিশাপ থেকে যতদিন না আমি মুক্ত হবো ততদিন
এভাবে আমায় পেত্নীর মতো থাকতে হবে। তখন আমি জিজ্ঞেস করলাম এই অভিশপ থেকে মুক্ত হতে হলে তোমার কি করতে হবে। তখন কাবিলা বলল, এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র রাস্তা তুমি, তুমিই পার আমাকে আবার আগের মতো জ্বীন রুপে ফিরিয়ে দিতে,
তখন আমি জিজ্ঞেস করলাম আমি কীভাবে তোমাকে পেতনী থেকে জ্বীন বানাব, তখন কাবিলা বলল তুমি যেদিন তোমার দাদুর থেকেও বড় কবিরাজ হবে সেদিন আমি মুক্তি পাব। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা পাহাড়ের চুড়ায় এসে পৌছালাম।
এখানে একটা ছোট কু্ড়েঘরও রয়েছে। কাবিলা আমাকে বলল আজ থেকে পরবর্তী ৩৬৪ দিন এই ঘরে শুধু রাত্রি যাপন করবে। তখন যেহেতু রাত ছিল তাই আমি ঘুমিয়ে পড়ি। পড়দিন সকাল হতেই কাবিলা আমার হাতে একটা বই আর কয়েকটা জিনিস ধরিয়ে দিয়ে বলল আজকে পরবর্তী এক মাস তুমি এই ঘরে সাধন করবে।
তবে এখানে একটা শর্ত আছে তুমি কখনো ঘর থেকে বেরোতে পারবে না……
চলবে……
পা কাটা পেত্নী (পর্ব ৩ )
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
277
Views
9
Likes
4
Comments
5.0
Rating