ধৈর্যের ফল

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
*** একদা এক গ্ৰামে এক পাতি শিয়াল বাস করতো। কিছুদিন খাবার না পেয়ে শিয়ালের পেট টা একেবারে চুপসে গেল। একদিন সে বাধ্য হয়ে খাবারের সন্ধানে বেড়িয়ে পড়লো।

পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়লো একটা ওকগাছের খোড়লে বেশ কিছু রুটি আর মাংস রাখা আছে।রাখাল বালকের কেউ হয়তো পরে খাবে বলে রেখে দিয়েছে।

পাতি শিয়াল টা ওই খাবার দেখেই খোড়লের ভেতর ঢুকে পড়লো।আর গপগপ করে খাবার গুলো সব চেটে পুটে খেয়ে নিলো।ফলে তার চুপসানো পেট টা হয়ে উঠল দারুন মোটা।

এবার সে আর খোড়ল থেকে বেরোতে পাড়লো না। অনেক চেষ্টা করেও বেরোতে না পেরে সে কেউ কেউ করে কাঁদতে লাগল।

পথ দিয়ে তখন আরেক টা শিয়াল যাচ্ছিল। যেতে যেতে খোড়লে পড়া শিয়ালকে কাঁদতে দেখে বললো - কি হলো ভাই তোমার।
তুমি কেউ কেউ করছো কেন,,?

খোড়লে আটকে পড়া পাতি শিয়াল টা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলল,,, তখন পথচারী শিয়াল বলল,,ও তাই বুঝি !!

তা একটু সবুর করো পেট তোমার আগের মতো আবার শুকনো হয়ে যাবে। তখন অনায়াসে তুমি ঐ খোড়ল থেকে বেরিয়ে আসতে পারবে।


" "সমাপ্ত,,,
558 Views
2 Likes
1 Comments
1.0 Rating
Rate this: