শহরে যারা থাকত তাদের কথা বলতে পারব না, তবে আমরা যারা গ্রাম থেকে বড় হয়ে এসেছি, তরা যদি সব থেকে বেশি কোন জিনিসকে মিস করি সেটা হলো শৈশবকাল,
আহ কতই না মজা করেছি, কত খেলা খেলেছি আমাদের সময় উল্লেখযোগ্য খেলা গুলির মধ্যে ছিল, কানামাছি , হাডুডু, জুতা চুর,মারবেল খেলা , আরো অনেক অনেক।
আর এই মার্বেল খেলার জন্য যে কত মার খেয়েছি। তা মনে হলেই যেন ভিতরটা জ্বলে উঠে, প্রতিদিন সকালে উঠে মকতবে যােতাম, আর সপ্তাহপ কমপক্ষে দুইদিন মকতবে না যাওয়ার বাহানা খুজতাম, স্কুল কামাইয়ের ত কোন কথাই নেই। বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্য বের হলেও আমাদের গন্তব্য ছিল কামাল কাকার কাঠবাগান পর্যন্তই।
বর্ষার টাইমে বৃষ্টিতে ভিজা, আর সারদিন নদীতে পড়ে থাকা, মাছ পাই বা না পাই বড়সি নিয়ে নদীর পার বসে থাকতামই, কোথায় চলে গেল সেই ঈদের আনন্দ। যেদিন রাতে ঈদের চাঁদ উঠবে সেদিন রাতে আমরা মিছিল করতাম, আর স্লোগান শেষে মেহেদী দেওয়ার ধুমে পরে যেতাম, আর সব থেকে ভালো লাগত ঈদের নতুন কাপড় কেনার বিষয়টা।
যদি কারো কাপড় ঈদের আগে দেখে ফেলতাম তাহলে বলতাম তর ঈদ শেষ। তর আর ঈদ হবে না। আর তাই ঈদের দিনের আগ পর্যন্ত কাপড় লুকিয়ে রাখতাম।
ঈদের নামাজ শেষ করে চলে যেতাম মাঠে যেখানে থেকে অনেক কেনাকাটা করতাম, আর সবার আগে মাটির তৈরি ব্যাংক কিনতাম, টাকা জমাবো বলে,
আসলে শৈশব কখনো ফিরে আসবে না বলেই হয়ত শৈশব এত সুন্দর ছিল, এটা ভেবেই কষ্ট লাগে আর কখনো শৈশব টা ফিরে পাব না। ,
সোনালী শৈশব
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
134
Views
6
Likes
1
Comments
0.0
Rating