সেই ছোট বয়সের কথা হঠাৎ করে মনে পরে গেলো ।
কতো আনন্দই না করেছি মেহেন্দি হাতে দিয়ে ।
কে ভালো মেহেন্দি দিতে পারে ঈদ এর আগের দিন সবাই মিলে ভির করে বসে থাকতাম । শুধু ঈদ এ না কারো বিয়ে হলেও ,মেহেন্দি কে আগে দিবে এই নিয়ে অস্থির হয়ে থাকতাম।
শুধু তাই না ,কার টা কেমন হয়ছে কার হাতের মেহেন্দীর রং গারো হয়ছে ,এগুলো দেখার জন্য হই হুল্লার শুরু করে দিতাম। সেটাজে কি আনন্দর বিষয় ছিলো।
বলে শেষ করা যাবে না ।
মেহেন্দি হাতে দিয়ে দৌড়া দৌড়ি করে খেলতাম ,যদি কারো হাত লেগে মেহেদী ছড়ে যেতো তাহলে অনেক কান্না করা শুরু করতাম।
পরে বসে থাকতাম সুযোগে ,কখন তারও মেহেন্দি আলা হাতটা নষ্ট করবো ।
এগুলো নিয়ে অনেক আনন্দ হতো।
আজ বড় হওয়ার পর যেনো সেই আনন্দটা কোথাই হারিয়ে গেছে ।কোথাও সেই ছোট বয়সের আনন্দটা আর খুজে পাইনা ।
কেমন জানি এখনকার এই দিন গুলা বড্ড গম্ভীর হয়ে গেছে ।
বড় হ ওয়ার পর যেন সব ধরনের আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছে ,,
ছোট বয়সের মতো এখন আর ভালো লাগে না ,, সেই ছোট বয়সের চিন্তা মুক্ত দিন গুলোকে বড্ড মিস করি ।
খেলা ধুলা মায়ের আদর যত্ন এগুলো ,,দুষ্টমী করার পর মায়ের বকুনি খাওয়ার মধ্যেও যেন ভালো লাগা মিশে ছিল তখন । দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলাম ,,,
ধন্যবাদ সবাইকে
ছোট বয়সের সেই হারানো আনন্দ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
119
Views
1
Likes
0
Comments
0.0
Rating