কে ছিলো আমারে সাথে

অমি
অমি
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রাত ১২ টায় আমার বেষ্টফ্রেন্ড রাতুল কল দিলো

-মামা তুই কই (রাতুল)

-এত রাতে কই থাকবো শুয়ে আছি(আমি)

-একটু তোর বাসার নিচে আয়(রাতুল)

-কেনো(আমি)

- আমি তোর বাসার নিচে (রাতুল)

-তুই এতো রাতে এখানে কি করছিস(আমি)

-আয় না তুই একা একা ভালো লাগছে না(রাতুল)

-দাড়া আসতেছি।

তারপর আমি কাচা ঘুম বিসর্জন দিয়ে উঠে পরলাম।তারাতারি নিচে এসে দেখলাম রাতুল দাড়িয়ে আছে।

-কিরে এতরাতে এখানে কি করছিস।(আমি)

-এমনি তোর সাথে দেখা করতে এসেছি।একা একা ভালো লাগছেনা(রাতুল)

-তাই বলে এতরাতে এখানে আসবি(আমি)

-আচ্ছা আয় একটু হেটে আসি(রাতুল)

-হুম চল(আমি)

তারপর আমি আর রাতুল কিছুক্ষণ হাটার পর রাতুল বললো।

-দোস্ত তুই একটু আমাদের বাড়িতে গিয়ে আমার আম্মু আব্বুকে বুঝাস না একটু আমার জন্য কান্না না করতে(রাতুল)

-কেনো তোর জন্য কান্না করতেছে কেনো তুই বাড়ি যা(আমি)

-দোস্ত আমি চাইলেও যেতে পারবোনা(রাতুল)

-কেনো পারবিনা(আমি)

তখনি দেখলাম আমার ফোনে রাতুলের মায়ের নাম্বার থেকে কল আসে।

-হ্যালো বাবা তুমি কই আছো(আন্টি)

আমি ওইপাশ থেকে শুনলাম আন্টি কান্না করতেছে।

-কেনো আন্টি(আমি)

-তোমার বন্ধু রাতুল একটু আগে আত্নহত্যা করেছে।
তারপর কিছু একটা পড়ে যাওয়ার যাওয়ার শব্দ শুনলাম হয়তো উনি সেন্সলেস হয়ে গেছেন।
আমি কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি।
রাতুল আত্নহত্যা করলে আমার সাথে কে ছিলো।

আমিতো বেহুশ.......
100 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: