যানো কি তোমরা সব থেকে বড় গুনাহ কি ??
যে গুনাহ দিয়ে আল্লাহ তায়ালার সাথে নাফরবানী করা হয় ,,,,,,,
সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে নাফরবানী করা ,,,,
সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে শির্ক করা,,,
শির্ক হচ্ছে এমন গুনাহ,,, সরাসরি জাহান্নামকে চিনে নেওয়া ,,,,
যে মানুষ আল্লাহর সাথে শির্ক করে ,,,,
আল্লাহ দিয়েছেন তার জন্য জান্নাত হারাম করে,,,,
আল্লাহ তার বাসস্থান করে দিবেন জাহান্নামে।
সাবধান আল্লাহর সাথে শিল্প করা থেকে দূরে থাকবেন ,,
যে গুনাহ দিয়ে আল্লাহ্র নাফরমানি করা হয়, তার সবচেয়ে বড়টি হচ্ছে, শির্ক। মহান আল্লাহ বলেন,
" যারা বলে যে, মারিয়াম-তনয় মাসীহ-ই আল্লাহ, তারা কাফের। অথচ মাসীহ বলেন, হে বনী ইসরাঈল! তোমরা আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা আল্লাহ্র ইবাদত কর। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ্র সাথে শির্ক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন; তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই” (মায়েদাহ ৭২)।"
আর শির্ক হচ্ছে, আল্লাহ্র সমকক্ষ সাব্যস্ত করা, চাই তা হোক কোনো বাদশাহ, কিংবা নবী-রাসূল বা কোনো অলী। আল্লাহ ব্যতীত অথবা আল্লাহ্র সাথে তাকে ডাকা, বা তাকে ভয় করা বা তার উপর ভরসা করা বা তার কাছে কোনো কিছু চাওয়া অথবা অন্য কোনো ইবাদত তার জন্য সম্পাদন করা।
সব থেকে বড় গুনাহ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
79
Views
0
Likes
0
Comments
0.0
Rating