ঘোরতর মেঘে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
দিন যায় রাত যায়
যায় কত ক্ষণ,
একাকিত্ব জীবনেই
উতলা হয় মন।

হাসি পাই না মুখে
মলিন হয়ে রয়,
ঠিকমতো ঘুম হয়না
দুর্ভাবনার ভয়।

শূন্য হতে শূন্যতাও
সদা রয় লেগে,
আকাশটাও নিস্তব্ধ
ঘোরতর মেঘে।

কল্পনাতে সুখপরশ
বাস্তবতা ভিন্ন,
স্বপ্ন আর ইচ্ছাগুলি
হয়ে গেল ছিন্ন।

সুখপাখি চলে গেল
খুঁজে নাহি পাই,
স্বার্থের এই দুনিয়ায়
কোথা হবে ঠাঁই।

অর্থ ছাড়া কিছু নাই
বেঁচে থাকা কষ্ট,
দুশ্চিন্তা করে করেই
সময় করি নষ্ট।

মধ্যরাতে ওঠে হঠাৎ
শোক পালন করি,
আশেপাশে নড়েচড়ে
স্বপ্নের দেখা পরী।

অতি আশাই সর্বনাশা
ভাবনাগুলো ফাঁসা,
যত চেষ্টা হয় না কেন
শোকে ভাসা ভাসা।

দুঃখ লাগে ভয় লাগে
কী জানি কী ঘটে,
অনুমান করে যা বলি
কমবেশি তা রটে।

83 Views
2 Likes
1 Comments
5.0 Rating
Rate this: