বন্ধু মানে ,কারো জীবনে ভালো কিছু হওয়া,,,,,,,,
বন্ধু মানে, কারো জীবনে বিপদ বয়ে আনা ,,,,,,
বন্ধু মানে ,বন্ধু হয়ে বিপদে সাহায্য করা,,,,,,,
বন্ধু মানে, বন্ধু হয়ে পিছন থেকে লাথি মারা,,,,,,
বন্ধু মানে, বন্ধু হয়ে খারাপ পথ দেখায় তারা,,,,,,
বন্ধু মানে, বন্ধুকে খারাপ পথ থেকে ঘুরিয়ে আনা,,,
বন্ধু মানে, বন্ধুর বউয়ের দিকে খারাপ নজর দেওয়া,,,,
বন্ধু মানে, অনেক বন্ধুর খুনি হয়ে উঠা,,,,,,
বন্ধু মানে, বন্ধুর জন্য জীবন দিয়ে দেওয়া ।
আমার জীবনের ছোট একটি গল্প,,,
,,,, আমার স্কুল জীবনের কথা,,,আমরা তিন বান্দুবী ছিলাম ,,, অনেক আনন্দ,,মজা করে দিন কাঁটাতার,,,, বাড়ির কাছেই ছিল আমাদের তিন বান্ধুবীর বাড়ি ,,,এক সাথে স্কুলে যেতাম,, বিকাল হলে একটু ঘুরাঘুরি করতাম ,,, ক্লাসে এক সাথে বসতাম ,,,, টিফিন টাইমে এক সাথে ঝালমুড়ি চাচার কাছ থেকে ঝালমুড়ি কেনে খেতাম,,,আমি টাকা না নিয়ে গেলে ,,ওরা খাওয়াতো ,,,ওরা না নিয়া আসলে আমি খাওয়াইতাম ,,,অনেক অনেক ভালো লাগতো সেই দিন গুলো ,,,,যানেন স্কুলেই পড়া কালীন আমার বিয়ে হয়ে যায় ,,,, বেইমান গুলা আমারে ভুলে গেলো ,,,, তখন আর ঘুরতে যাওয়ার সময়ও আমাকে ডাক দেয়নাই ,,,দুজনে বেড়াইছে আমি দেখছি ,,,ওরা আগে জগড়া করতো ,,,আমি থামাতাম ,, আমার বিয়ে হয়ে যাওয়ার পর দুজনে হাত দরে বেড়াতো ,,,দেখে একটু খারাপ ও লাগতো ,,, কিন্তু কি করার আছে 😊এটা ভেবে অনেক সময় ভালোও লাগতো ,,ওরাতো ভালো আছে ,,এখনো দেখা হলো শুধু,, কেমন আছিস ,,,আমাকে জিগায় ,,,বাস এতো টুকুই ,,,,
বহুরূপী বন্ধু
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
120
Views
3
Likes
1
Comments
5.0
Rating