কালো‌ মেয়ে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মা বলে মা গো, তুই যে আমার অনেক ভালো মেয়ে,,,,,

তোকে আমি বিয়ে দিব আমার‌ মনের‌ করে‌ ,অনেক বড় ঘড়ে‌ ।

মেয়ে বলে মা, সবাই তো আমায় কালো মেয়ে বলে,,

বল মা তুমি‌ অত বড় ঘড়ে‌ , আমায় কেমনে দিবে ‌বিয়ে‌ ।

মাগো তোমায় আরো দিতে হবে বিয়ে‌ ,অনেক টাকা পয়সা দিয়ে ,,,,,

করবে‌ শুধু লোভে‌ মাগো‌  , টাকার জন্য‌ বিয়ে‌ ।

যতই বলে মা গো সবাই ,রং দিয়ে কি হবে,,,,,

জাতের মেয়ে কালো ভালো, আগে সবাই এটা বলে।

মাগো জানো‌ মিথ্যা এটা ,কেউকি তা জানে,,,,

বিয়ের জন্য পাত্রী খুঁজে মাগো‌ সবাই ‌ ,সাদা‌ রং দেখে‌।

মা‌ বলে‌, মাগো‌ ভালো‌ ছেলেও‌‌ এই‌ দুনিয়াতে আছে‌ ,,,

দেখবি‌ মারে‌ সময়‌ হলে‌ আসবে‌ একদিন‌ তকে‌ নিয়ে‌ যেতে‌।

লোভি‌ মানুষের‌ কাছে‌ আমি‌ দিবোনা‌ বিয়ে‌ তকে‌ ।

অন্যে‌ মেয়ের‌ মায়ের‌ থেকে‌ মা‌ তর‌ মা‌ ভালো‌ আছে‌ ,

এতো‌ তাড়াহুড়া‌ করে‌ তকে‌‌ দিবোনা‌ আমি‌ বিয়ে‌ ।

মেয়ে‌ বলে‌,  তুমি‌ আমার‌ অনেক‌ ভালো‌ মা‌ ।

128 Views
3 Likes
1 Comments
4.0 Rating
Rate this: