সারাদিন এক কাজ ভালো তো লাগে না 😓😓
নিত্য করি যা তা হলো পড়াশোনা,,
সকাল - সাঝে,রাত বিকেলের মাঝে,,
একটাই কাজ,, তা হলো পড়াশোনা,,🤓🤓
লেখাপড়া - পড়াশোনা করে যায় অবিরাম,,,
নেই কোনো ছুটি,, নেই কোনো বিশ্রাম,,,
ছোট থেকে শিখে আসা,,অ,আ,ক,খ 😎😎
ভুলে যায় বড় হয়ে,, এইটাই দুঃখ,,😥😥
মাঝখান থেকে যদি কেউ করে প্রশ্ন,,
সবকিছু যায় ভুলে,,,মন হয় বিষন্ন 😓😓
সিজিপিএ,,এই চারটি শব্দ,,,
কম পেলেই নাকি,, জীবন নিস্তব্ধ,,
শিক্ষা মানেই নয় শুধু সিজিপিএ,, বৃত্তি
আচার - ব্যবহারেই মানুষের পরিচিতি,,
ইচ্ছা আমার মানুষ হয়ে করবো সেবা সবার,,,
করবো সেবা দেশের,, জাতির,, মায়ের এবং বাবার
হইনি আজও মানুষ কিন্তু হবো ঠিকই,,😎
লেখাপড়া শিখে আমি ঠিক রাখবো নীতি,,
হবো না কভু অহংকারী ও মিথ্যাবাদী,,,
হবো সবার বন্ধু আমি সত্যবাদী,,
রইল প্রতিজ্ঞা আমার এই,,
বিভেদ - পার্থক্য ভুলে গিয়েই,,
করবো সকল ভালো কাজ,,
দেখবো ঠিকই নতুন ভোর, সুন্দর
একটি সাঝঁ,,
সমাপ্ত,,
পড়াশুনা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
117
Views
3
Likes
1
Comments
5.0
Rating