চাহিদা এক অদ্ভুত খেলা,
মনে মনে সে বুনে স্বপ্নের জাল ;
যা পাই তা যেন মেলে না পুরো,
আবারও চাই আরও কিছু কাল।
পথে চলতে চলতে থামে না মন,
পাহাড়ের চূড়ায় চড়তে চায় ;
চূড়ায় পৌঁছালে, দেখেই আবার
নতুন এক শিখরে দৃষ্টি যায়।
চাহিদা যেন এক অশান্ত নদী,
স্রোতের তালে মন ভাসে ভেসে ;
যত কাছে যাই ততই দূরে,
মনে হয় শান্তি হয়তো আর নেই কাছে।
যা কিছু চাই, তা কি সত্যি আমার?
নাকি শুধু স্বপ্নের আড়ালে মোহ?
যত পাই, ততই বাড়ে তৃষ্ণা,
মনের খোঁজে মেলে না সঠিক পথের দোহ।
তবুও আশা, তবুও সেই আকাঙ্ক্ষা,
অন্তরে চাহিদা ঢেউ তুলে চলে ;
পাহাড়ের ওপারেই হয়তো সেই শান্তি,
কিন্তু পৌঁছালে দেখা যায়, সামনে আরেকটা শিখর দুলে।
তবুও থামি না, চলি আরও,
মনে করে এই পথের শেষে আছে সুখের ঠিকানা ;
কিন্তু দিন শেষে বুঝি—
চাহিদা আর পাওয়ার মাঝে ফাঁকা থেকে যায় মনের খোলা প্রাঙ্গণা।
চাই ভালোবাসা, চাই সাফল্য,
চাই আরেকটু আশ্রয়—নির্ভরতার ছায়া ;
তবে এই চাহিদার ফাঁদে পড়ে,
হারিয়ে যায় কখনো নিজেকে পাওয়া।
চাহিদা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
123
Views
2
Likes
0
Comments
0.0
Rating