বাংলার দুর্নীতি
বাংলার মাটিতে দুর্নীতি চলেছে,
যত কষ্ট, যত অপমান, সব ভুলেছে।
সাদা-কালোর মতো ভাগ করা যায়,
স্বার্থের নেশায় সবাই দিশাহারা যায়।
মন্ত্রীর মুখে হাসি, হাতে টাকার বোঝা,
গরিবের মাথায় কেবল দুর্ভোগের ফোঁটা।
শিক্ষা, স্বাস্থ্য, রাস্তায় পাঁক,
সবার উপর চলছে শুধুই ধাক্কা।
স্কুলের বইয়ে লেখা সৎ কথা,
গলিতে গলি ঘুষ, এটাই খোঁড়া।
শ্রমিকের ঘামে গড়া স্বপ্ন,
কেবল অন্ধকারে হারিয়ে যায় সব জম্প।
বছর বছর আসে নির্বাচন,
কথায় কথা, তবে কাজের শূন্যতা।
জনতার কণ্ঠে ক্রন্দন,
সবার মুখে টেনে নেয় এক চরম কান্না।
এই দুর্নীতি যেন নষ্টের পণ্য,
যেমন খোঁজে, তেমন পায় না রণ।
সংগ্রামের পথে হাঁটবো আমরা,
স্বচ্ছ বাংলার দিকে যাবে না আর ধাঁধা।
হয়তো একদিন আসবে নতুন সূর্য,
দুর্নীতি যাবে, আলো দিবে নতুন ভবিষ্যৎ।
আসবে নতুন দিন, নতুন আশা,
বাংলার মাটিতে সবে মিলবে সজাগ নিরাশা।
দুর্নিতি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
24
Views
0
Likes
0
Comments
0.0
Rating