পা কাটা পেত্নী ( পর্ব ২ )

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আরেকটু আগালেই আমি বেল গাছের কাছে পৌছে যাব, এক মিনিটের মতো হাটলাম তবে আর কোন বিপদের আজ পেলাম না সামনেই বেলগাছ দেখা যাচ্ছে তবে এখানে কোন কোন কিছুই নেই। আরেকটুখানি এগুতেই দেখি বেল গাছের গোড়ায় আগুন জলতেছে আর পাঁ কাটা কি জানি একটা ঘুরতেছে,

তবুও ভয় না পেয়ে এগিয়ে গেলাম। গাছের গোড়ায় যেতেই আমার চারপাশে কি জানি হাঁটতেছে, এমন মনে হচ্ছিল তবুও ভয় না পেয়ে আমি গাছের গোড়ায় বসে বললাম “ আমি মুসলেম উদ্দিনের কবিরাজের নাতি "( তিনবার) সাথে সাথেই সমস্ত আলদমত বন্ধ হয়ে গেল। পিছন ফিরে

তাকাতেই দেখি মাঝ বয়সী একজন লোক মাটিতে পড়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কাকা আপনি কে,
তখন তিনি বললেন ❝ বাবা আমি একজন পথিক, আমি এই পথ দিয়ে হেটে যাচ্ছিলাম এখানে আসতেই দেখি দিনের বিজলির মতো বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ের মতো বাতাস বয়তেছে তবে অন্য দিকে তাকিয়ে দেখি তেমন কিছু নেই। এসব দেখেও আমি হাটতে লাগলাম, হঠাৎ দেখি কালো বোড়কা পরিহিত, চোখ দুটি লাল,

বড় বড় চুল ওয়ালা, এক পাঁ কাটা এক অদ্ভুত মানুষ আমার সামনে এসে দারিয়েছে, তারপর কি হয়েছে আমি আর জানি না, উঠে দেখি তুমি সামনে। তার পর তিনি বললেন বাবা তোমাকে অনেক ধন্যবাদ তুমি না আসলে আমার যে কি হতো, আর সব শেষে তিনি আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন,

তিনি চলে যাওয়ার পর আমি দাদুর ঘর থেকে পাওয়া তাবিজে তিনবার তাকিয়ে চোখের পলক ফেললাম এবং চতুর্থ বার চোখ বুজতেই দেখি ঐ লোকটি আমার সামনে হাজির আমি উনাকে জিজ্ঞেস করলাম এখানে আসা কালো বোরকা পরিহিত লোকটি কে, উনি বললেন এটি কোন মানুষ নয় ও একটা পেতনী।

আর ওর নাম কাবিলা, আর আজ থেকে ও তোমার সংঘী। আর তিনি বললেন তুমি যখন এই তাবিজে দিকে এক দৃষ্টিতে এক মিনিট তাকিয়ে থাকবে তখন কাবিল বেরিয়ে আসবে, তুমি ওকে দিয়ে তোমার কাজকে সহজ করে নিতে পারবে,


আমি উনাকে জিজ্ঞেস করলাম আপনি কে, তিনি কোন উত্তর না দিয়ে বললেন তোমার সাথে আবার পরবর্তী আমবস্য রাতে ঠিক তিনটাই স্বপ্নে দেখা হবে। এই বলে তিনি চলে গেলেন। আমিও বাসায় ফিরে গেলাম,
চলবে ……
323 Views
31 Likes
6 Comments
4.2 Rating
Rate this: