একটা ছেলের মুসলিম হওয়ার দুর্দান্ত কাহিনী

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
" "
আহসান: তুই যদি যাস আমাদের সাথে ( একটু ইতস্তত করে),,,
আমি: এই তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি,,,?

আরে আমি যে হিন্দু,, সেই কথা তো ভালো করেই জানোস তুই ,,,

আহসান: হ্যাঁ,,, আমি জানি,,
কিন্তু তুই যে হিন্দু সেই কথা তো শুধু আমরাই জানি,,, আর তো কেউ জানে না।
কারো গায়ে তো আর লেখা থাকে না,,,
কে হিন্দু আর মুসলিম,,,,,

প্লিজ দোস্ত চল না আমাদের সাথে,,,মাএ ৩ দিনের জন্য।
আমি: ফালতু কথা বাদ দিয়ে মেসেজ দেওয়া বন্ধ কর,,,,😠😠
আহসান: এটা কোনো ফালতু কথা,,,,
প্লিজ চল না ( অনেক অনুরোধ করে )

আমি: আচ্ছা তুই কি জানিস না আমার বাবা মা কট্টোর হিন্দু,,,

তারা কখনোই আমাকে যেতে দিবে না,,,
যদি জানতে পারে তাহলে বাসা থেকে বের করে দিবে,,,,
আহসান: আরে,,তারা তো জানলে তোকে বাসা থেকে বের করে দিবে,,,,
তুই যাবি কি না সেটা আগে বল,,( অনেক আশা নিয়ে )
আমি: আচ্ছা,, আমি একটু ভেবে দেখি ,,,🤔🤔
আহসান : ওকে,,, ভেবে আমাকে জানাবি ,,,
আমি: ওকে,,,

আহসানের সাথে কথা বলেই আমি অফলাইনে এসে পরি,।

আমার ছোট থেকেই আজান শুনতে অনেক ভালো লাগতো,,
অনেক মন চাইতো মসজিদে গিয়ে সবার মতো নামাজ আদায় করি,,,

কিন্তু আমার এসব কাহিনী বাবা মা দুজনেই নোটিশ করতো ,,,
আমি এমন করতাম বলে বাবা মা একটু ও পছন্দ করতো না।

আজকে একটা সুযোগ পেয়েছি জামাতে যাওয়ার,,,, কিন্তু তারা কি রাজি হবে,,,?,,🤔🤔

একদিকে ভয় আর চিন্তা আবার অপরদিকে মনে কেমন জানি অন্যরকম খু্শি লাগছে,,
মনে হচ্ছে জীবনে কোনো এক পূর্ণতা পেতে চলেছি,,,
এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই‌ ‌ পেলাম না,,,

ঘুম থেকে উঠে দেখি,,,,,
" "
" "
চলবে,,

পরবর্তী পর্বের অপেক্ষা করুন,,,,,
356 Views
6 Likes
1 Comments
5.0 Rating
Rate this: