তুলনা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
চাঁদ আর সূযের মাঝে তুলনা হয়না
তারা প্রতেকের তাদের
জায়গা থেকে ফুটে উঠে,
কিন্তু আলো আর অন্ধকারের
মধ্যে অনেক পার্থক্য।
আলো তোমাকে সুখের দিকে নিয়ে যাবে
তুমি যত কষ্টেই থাকো না কেন ?
আর রাত,
সুখের মধ্যে দুঃখটা খুঁজে বের করবে।
অন্ধকার তোমাকে মুখ লুকিয়ে
কাঁদতে সুযোগ দেয়
আর আলো, হাসতে।
32 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: