কাবাঘর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
পৃথিবীর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ বরকতময় ঘর হলো কাবাঘর। এই ঘরকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানগণ হজ্জের কার্যক্রম সম্পন্ন করে। কাবাঘর মোট দশবার নির্মাণ হয়েছিল।

১. কুরাইশ কর্তৃক পুনঃনির্মাণ।
২ . যুরহাম গোত্র কর্তৃক পুনঃনির্মাণ।
৩ . কুসাই বিন কিলাব কর্তৃক পুনঃনির্মাণ।
৪ . আব্দুল্লাহ ইবনে যোবায়ের ( রা ) কতৃক
পুনঃনির্মাণ ।
৫. আমালিকা সম্পাদায় কর্তৃক পুনঃনির্মাণ।
৬ . খলিফা আব্দুল মালেকের নির্দেশে হাজ্জাজ বিন
ইউসুফ কর্তৃক পুনঃনির্মাণ।
৭ . হয়রত ইব্রাহিম ( আ ) ও তদীয় পুত্র হয়রত
ইসমাঈল ( আা ) কর্তৃক পুনঃনির্মাণ।
৮ . হয়রত আদম ( আ) ও তাঁর বংশধরগণ কাবাঘর
নির্মাণ করেন।
হয়রত নুহ ( আ ) এর প্লাবন পর্যন্ত এ নির্মাণ
অক্ষত ছিল ।
৯ . পৃথিবী সৃষ্টির দু হাজার বছর পূর্বে ফেরেশতাগণ
আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ করেন।
১০ . তুরস্কের বাদশাহ মুরাদ খান কর্তৃক ১৪০
হিজরিতে পুনঃনির্মাণ ।

আশা করছি সবাই বুঝতে পেরেছ । এটা কেমন হলো সবাইর মন্তব্যের আশায় রইলাম।
163 Views
6 Likes
4 Comments
4.2 Rating
Rate this: