তোমাকে ভেবে আমি লিখি
স্বপ্নের জাল বুনে,
মনের আকাশ ভরে আছে
তোমার ছোঁয়ার তৃণে।
তুমি আছো আলো হয়ে
আমার দিনরাতে,
তোমার হাসির ঝরনা বাজে
হৃদয়ের আঙিনাতে।
তোমার ছোঁয়া ছড়িয়ে দেয়
শান্তির এক ঠিকানা,
তুমি আছো পথের পাশে
আমার সুখের মানা।
শূন্যতা মুছে যায়
তোমার কথা ভেবে,
তুমি ছাড়া আমার জীবন
যায় না কভু সইবে।
তোমার ছায়ায় সবকিছুই
আলো হয়ে থাকে,
তুমি আছো মনের মাঝে
চিরকাল যে বাঁকে।,,,,,,
আমি তোমায় নিয়ে লিখি,
তোমার ছবি আকি,
হাজার রঙের সপ্ন আমি,
তোমায় নিয়ে দেখি😊
আমি তোমায় নিয়ে লিখি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
126
Views
2
Likes
1
Comments
5.0
Rating