জিবন যুদ্ধ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সমুদ্রের ঢেউ যেমন ফিরে আসে বারবার,
তেমনই জীবনেও তুমি পেয়ো না হার।
পথে যদি বাধা আসে, থেমো না ভাই,
মাটি থেকেই উঠে আসে আকাশের ছোঁয়া তাই।

হারানো দিন মানে নয় শেষ,
পিছু ফিরে দেখো, আজও আছো বেশ।
ঝড়ের পরেই আসে আলো নতুন,
সাফল্যের জন্য চাই ধৈর্য্য আর যত্ন।

তোমার ভেতরেই লুকানো সব শক্তি,
হাল ছেড়ো না, দেখো খুঁজে পাবে মুক্তি।
স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো, জেগে থেকো রাতে,
তোমার কষ্টগুলো হবে একদিন বিজয়ের সাথে।

জীবনটা যুদ্ধ, আর তুমি এক যোদ্ধা,
মহান স্বপ্ন নিয়ে এগিয়ে চল, হবে না কখনো দুঃখের ফাঁদে পোড়া।
সময় বদলাবে, ভাগ্যও দেবে সাড়া,
তোমার শক্তিতে হবে জয়, বাঁচবে নতুন ধারা।
119 Views
3 Likes
1 Comments
4.5 Rating
Rate this: