প্রতিবাদি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
প্রতিবাদের ছায়ায় আমি দাঁড়াই,
তুমি শুনবে না, দেখবে না, তবুও বলি—
তোমার নীরবতা আমার কণ্ঠরুদ্ধ করে,
তোমার চোখের করুণায় ডুবে যায় আমার স্বপ্ন।

পথে পথে ছড়িয়ে আছে অবহেলা,
বেঁচে থাকার লড়াইয়ে হেরে যাওয়া মানুষ,
তাদের অশ্রু মুছে ফেলার কেউ নেই,
তবু তারা হেঁটে যায়, পাথর হয়ে বাঁচে।

অন্যায়ের পাহাড় চাপা দিয়ে রাখে
আমার ছোট ছোট স্বপ্নের আকাশ।
তবু আমি থামি না,
আমার কণ্ঠে অগ্নি জ্বলে,
আমার হাতে প্রতিরোধের পতাকা।

তুমি যদি চোখ বন্ধ রাখো,
তাহলে আমি অন্ধকারে আলোর খোঁজ নেব।
তুমি যদি নিরবতা বেছে নাও,
তবে আমি শব্দে আঘাত করব পৃথিবীকে।

কষ্টের ভেতর থেকে আমি জেগে উঠি,
প্রতিবাদের ভাষা আমার রক্তে মিশে যায়,
এই সমাজের অন্যায় আমি আর মেনে নেব না,
আমি লড়াই করব—
একটা নতুন ভোরের জন্য,
যেখানে কারো স্বপ্ন আর মরবে না,
কারো কান্না আর থাকবে না চাপা।
119 Views
2 Likes
1 Comments
5.0 Rating
Rate this: