আমি আমাকে ঘৃণা করি।

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নাগরিক ঐশ্বর্য আমাদের গিলে খায়। কৃতিম নাগরিক স্বগীয় সুখে ডুবে থাকি।
আমিও সবার মত উপলব্ধি করতে পারি। নিজের আত্মাকে বিক্রি করে দিলাম শয়তানের কাছে। আমিও দেখতে চেয়েছিলাম তোমাদের সুখ আমিও উপলব্ধি করতে চেয়েছিলাম তোমাদের আনন্দ মহাবিশ্বের দুর্গ প্রাচীর ভেদ করে অবশেষে প্রবেশ করলাম সেই জাহান্নামে।
যার নাম দিয়েছো তোমরা স্বর্গ।
যেখানে শকুন ছিড়ে খায় জীবিত দেহ যেখানে পাপ বলতে কোন শব্দ নেই যেখানে ভালোবাসা নেই, মৃত্যু নেই ,ভয় নেই।
আমিও হয়ে উঠলাম এক মহা দানব রক্তের নেশার রক্তের নেশায় পাগল হয়ে রইলাম এক শতাব্দী মহাকালের ধুমকেতু নেমে এলো নগরের বুকে সেই ধ্বংস লীলা আমাদের সবার হাসির শব্দ কি বীভৎস নর্তকীর নৃত্যে আমাদের আনন্দ উল্লাস আজ আমি নিজেকেই ঘৃণা করি।
ঘৃণা করি আমার উচ্চ আকাঙ্ক্ষাকে।
যা আমাকে তৈরি করেছে এক নর নারী।

আমি আর মানুষ নেই আমি কি তাহলে আমি কি আমি কি মানুষ আমি ঘৃণা করি আমাকে আমার বিবেকে যা আমায় ভেতর থেকে রোপন করেছ বিবেকহীন মানুষ....
172 Views
13 Likes
11 Comments
4.7 Rating
Rate this: