
অতঃপর তুমি আমি
---একটা ছাদের কোণে বসে ছিলাম। ঠিক সেই মুহূর্তে, সন্ধ্যার আলো মৃদু হয়ে এলো। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মায়াবী লাল আভা ছড়িয়ে পড়ছে। তুমি তখন পাশে এসে দাঁড়ালে, আমার একান্তে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোতে যেন আচমকা তুমি এলে। আমি একটু অবাক হয়েও মুচকি হাসলাম।
তুমি বললে, .....