ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মহান আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:" হে ঈমানদারগণ! তোমাদের দাস- দাসীরা এবং তোমাদের মধ্যে যারা সাবালক হয়নি, তারা যেন তোমাদের কক্ষে প্রবেশকালে তিনটি সময়ে তোমাদের কাছে অনুমতি চায়:- ফজরের নামাজের পূর্বে; যখন তোমরা দুপুরে তোমাদের পোশাক খুলে রাখো তখন এবং ইশার সালাতের পর- এই তিন সময়ে অর্থাৎ তোমাদের একান্তে থাকার তিনটি সময়ে! এই তিন সময়ের আগে-পরে তারা তোমাদের কক্ষে প্রবেশ করলে তাতে তোমাদের ও তাদের কোনও পাপ হবে না! তোমাদের-তো একে অপরের কাছে যাতায়াত করতেই হয়! এভাবেই আল্লাহ্ তাআলা তোমাদের জন্য তাঁর বিধানসমূহ স্পষ্ট করে দেন! নিশ্চয়ই আল্লাহ্ তাআলা মহাজ্ঞানী ও মহা প্রজ্ঞাময়! তোমাদের শিশুরা যখন সাবালক হবে তখন তারাও যেন অনুমতি চায়, যেমন তাদের পূর্ববর্তী বড়রাও অনুমতি চেয়ে থাকে! এভাবেই আল্লাহ্ তাআলা তোমাদের জন্য তাঁর বিধানসমূহ স্পষ্ট করে দেন! নিশ্চয়ই আল্লাহ্ তাআলা মহাজ্ঞানী ও মহা প্রজ্ঞাময়"( আল কুরআন আল কারীম, সূরা আন-নূর, আয়াত নম্বর:৫৯-৬০)!

মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে সঠিক সত্যটা উপলব্ধি করার এবং সেভাবে পথ চলার তৌফিক দান করুন!
680 Views
29 Likes
2 Comments
3.7 Rating
Rate this: