"বিরহ বেদনার আগুনে"
'প্রেম' সে তো এসেছিলো-
কোনো এক ফাগুনে,
হঠাৎ কোথা হারিয়ে গেলো-
বিরহ বেদনার আগুনে।
একদা শীতের গোধূলিলগ্নে-
দৃষ্টিগোচর হয় তারে,
সেইদিন হতে দিবানিশিতে-
স্বপ্নে দেখি বারে বারে।
আকৃষ্ট করার লক্ষ্যে সে-তো-
রূপের বাহার ছড়িয়ে,
ঘরে বাহিরে উঁকিঝুঁকি দেয়-
রংঢং ভেলকি বাড়িয়ে।
শয়নে গেলে নয়নে ভাসতো-
যেথাসেথা রাখি আঁখি,
কত আশা আকাঙ্ক্ষা ছিল-
বুঝি নাই দিবে ফাঁকি।
ঘণ্টার পর ঘণ্টা পার হতো-
একপলক দেখার জন্য,
ভাবনাকামনায় ধরে নিতাম-
চিরসঙ্গী হিসেবে গণ্য।
পর্দার আড়ালে মুখোশ পরে-
দেখাতো কত শালীন,
বাস্তবে এরূপ জানতে পেরে-
মনের শান্তিও বিলীন।
হারানোর ভয়ে পা বাড়াইনি-
হেরে গেছি কেনো তবু,
হারতে হারতে হারিয়ে যাবো-
মুখ দেখাবো না কভু।
হীনমন্যতা বেড়ে গেলে দেখি-
নিজের বলতে কিছু নাই,
স্বার্থের এ ক্ষণস্থায়ী জীবনে-
কে-বা দিবে কাকে ঠাঁই।
ক্ষুধার্ত থেকে রোগার্ত আজ-
তাতে কার কী আসে,
লোকালয়ে খানিক বেরুলে-
স্বজন পরিজন হাসে।
অভাব হতে অভাগা জীবন-
অভাবী স্বভাবে ভোগী,
অধমের কদমও বেহিসাবি-
হয়ে যেতে চাই যোগী।
প্রেম ভালোবাসার প্রতি সাধ-
প্রত্যেকের মাঝে জাগে,
শত সাধনার জয় পরাজয়ে-
অনেকে মিলে না ভাগে।
টেনেটুনে শ্বাস-প্রশ্বাস নিয়ে-
জীবিত যেনো এক লাশ,
খেয়ে না খেয়ে মনমরা ভাব-
ভবিষ্যত জীবনই নাশ।
সোজা আঙ্গুলে ঘি উঠে না-
সাধনা ছাড়া কিছু নহে,
প্রাণের চেয়ে প্রিয় ছিল যে-
মনস্তাপে তাঁর ঘৃণা বহে।
বিরহ বেদনার আগুনে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
99
Views
4
Likes
2
Comments
5.0
Rating