মাতৃভূমির প্রেম
মাটির গন্ধে ভরা, আমার এই দেশ,
পাহাড়, নদী, বন, সবুজের রেশ।
সোনালী ধানের ক্ষেত, কৃষকের হাসি,
মাতৃভূমির প্রেমে, হৃদয় আমার বাসি।
বীরের রক্তে রাঙা, ইতিহাসের গাথা,
স্বাধীনতার সংগ্রামে, গড়েছি নতুন পথ।
মুক্তির বাতাসে, উড়ে যায় পতাকা,
সবার মনে জাগে, দেশপ্রেমের জাগরণ।
শিশুরা হাসে, ফুলের মতো ফুটে,
শান্তির বার্তা নিয়ে, তারা আসে রূতে।
বাঙালির সংস্কৃতি, গানে বাজে সুর,
মাতৃভূমির কোলে, পাই আমি সুখের পুর।
চলো সবাই মিলে, গড়ি নতুন স্বপ্ন,
দেশের জন্য কাজ করি, হোক না যত কষ্ট।
মাতৃভূমির প্রতি, অঙ্গীকার করি,
সবার আগে রাখবো, দেশের সেবা করি।
মাতৃভূমির প্রেম
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
147
Views
2
Likes
1
Comments
5.0
Rating