অনিশ্চিত সময়

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়,
সবাই ক্ষণস্থায়ী __
জন্মেছি যখন,,মরতেও হবেই।
মা,
আপনার এই হতভাগী আপনাকে, এই পুরো
পরিবার কে সবসময়ই ভালোবাসতো, ভালোবাসে
ভীষণ!!!!!
সন্তান হিসেবে আপনাদের প্রতি দায়িত্ব পালন ও
ভালোবাসায় রাখা, আপনাদের সুখে শান্তি তে রাখা সর্বদাই উদ্দেশ্য ছিলো🤗।
আপনাদের থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছাও ছিলো ভীষণ।
কিন্তু ভাগ্যে না থাকিলে দোষ কারোরই নেই।
আমি কবুল করলাম, আফসোস নাই।
প্রিয় ছোট ভাইটিকে অনেক ভালোবাসি।
আল্লাহ তাকে ঈমানে পরিপূর্ণ করুক,
সে সুখে শান্তি তে আল্লাহর এবাদতে এ দুনিয়া ছাড়ুক এটাই চাওয়া।
আল্লাহ তাকে ঈমানের সহিত মৃত্যু দিক🤗
আল্লাহ তাকে রহমত করুক, সারাজীবন আপনাদের সুখে রাখার জন্য 😊।
আমার আত্নীয় স্বজন সবাই ভালো থাকুক ও কালেমার সাথে তারাও বিদায় নিক।
আমার ভালোবাসা,
তাকে আমি সত্যি প্রান দিয়ে ভালোবেসেছিলাম
এ ভালোবাসায় কোন খাত ছিলো না
ভালোবাসায় ১বুক কষ্ট সহ্য করতে হয়
১বুকেরও বেশি যে যন্ত্রণা সে আমাকে দিয়েছে
সকল দাবি ছেড়ে দিলাম। ক্ষমা করলাম।
আল্লাহ তাকে রহমত করুক, এ দুনিয়ায় ভালো রাখুক, এবং ঈমানের সাথে মৃত্যু দিক।
আল্লাহর সকল বান্দার প্রতি আমার একই চাওয়া
🥹🥹🥹🤗😊,
জীবনের এতো অল্প সময়ে হঠাৎ কোন
রোগের সাথে জড়িয়ে যাবো ভাবতে পারিনি
ডক্টর নাঈমা ম্যামের কাছে কৃতজ্ঞ
উনি অনেক ভরসা দিয়েছেন।
কিন্তু কেমন যেন অনিশ্চিত সময় আমার অনুভব হচ্ছে 😊😊!!!!
আপনাদের কাউকে কিছু জানায়নি
সময়টা,এতো বড় ঘটনা টা একা পার করেছি
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া
personal diary টা কাউকে দিয়ে পড়িয়েন
সবকিছু আমার বিদায়ের পর জানিয়েন।
আমার সকল কিছুর জন্য আল্লাহ ও সবার কাছে ক্ষমাপ্রার্থী।
আমি সবাই কে ক্ষমা করলাম।
যদি আল্লাহ ভালো করে আলহামদুলিল্লাহ আর যদি এ অনুভব সত্যি হয়,,শেষ সময় হয়ে যায় সামনের কিছু দিনের জীবনগুলোতে তাহলে....
টানা ২মাস ১৫দিনের লড়াই এপর্যন্ত _
১হতভাগীর!!!
129 Views
0 Likes
1 Comments
0.0 Rating
Rate this: