ছোট্ট লেখকের কবিতার ঝুলি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
৬/ প্রেম সোহাগ মাখিয়ে দেব
প্রেম সোহাগে মাখিয়ে দেব
মেঘনা নদীর তীরে,
মনের কথা বলব দুজন
আকাশ ভুবন ঘিরে।
আজ আর হাতে নেইকো শিকল বাঁধা
মুক্ত দুজন আর কি চাওয়া,
বিধির-বিধান বড়ই কঠিন
তবুও তোমায় হলো যে পাওয়া!
আজ বাতাস গান গায় করি গুনগুন
চোখে আর নেই ঘুম!
জেগে রহে মন প্রেমের ওপারে,,
"তোমায় নিয়ে স্বপ্ন কত"
আমার এই হৃদমাঝারে!!
মনে জাগে আজ কত আশা,
সত্যিই কি জিতলো মোদের ভালোবাসা।
প্রিয় তুমি এভাবেই থেকো মোর পাশে,,
দেখো বিধি-
কত হারিয়ে আজ পেলাম তারে,
আমাদের জীবনে আর যেন কোন
বিপদ নাহি আসে!!
70
Views
16
Likes
5
Comments
4.9
Rating