ক্লাসের কোণে বসে থাকে,
শান্ত সেই ছেলে,
তার চোখে নেই কোনো খেলা,
মনের মাঝে বড্ডে জ্বলে।
গোলাপ ফুলে নেই তার মন,
তাতে সে খুঁজে না সুখ,
অন্যরা যেমন হাসে, সাজে,
সে থাকে আল্লাহর ভীতির মুখ।
সে বলে, "গোলাপ তো রূপের ফাঁদ,
সৌন্দর্যে ভরা তবে ক্ষণিকের,
কাঁটায় মোড়া এই দুনিয়া,
ফাঁকি দেয় সেই রূপে ভর।"
তার হৃদয়ে আল্লাহর নাম,
এই জীবন তাঁরই দান,
কাঁটার ভয়ে নয় সে দূরে,
গোলাপের মায়া সে করে হেলা।
ক্যারিয়ারের চিন্তা মনে জাগে,
ভবিষ্যৎ তার প্রথম পাথ,
গোলাপের রঙে ভুলে যায় না,
যে জীবনের আছে কঠিন রাথ।
প্রতিটি পদে থাকে সে স্থির,
সামনে কঠিন পথ,
সফলতা আর সৎ পথে চলা,
এই তো তার জীবনের ব্রত।
গোলাপ তাকে ধরে না আর,
কাঁটার ভয়ে নয় একা,
এই পৃথিবীর মিথ্যে রূপে,
সে খোঁজে না আর সুখের দেখা।
তার মন পড়ে আল্লাহর স্নেহে,
প্রার্থনা তার প্রতিদিন,
গোলাপের ছায়া ছুঁতে চায় না,
সে চলে এক ভিন্ন দিন।
গোলাপের রঙে অন্যেরা মুগ্ধ,
তবুও সে থাকে নির্লিপ্ত,
আল্লাহর পথে, সত্যের খোঁজে,
তার মন সর্বদা ব্যস্ত।
ক্যারিয়ার, জীবনের লড়াই,
তাতেই তার মন জড়ানো,
গোলাপের মায়া তাকে টানে না,
আল্লাহই তার একমাত্র আশ্রয়।
গোলাপ নয় আল্লাহ আর ভবিষ্যত
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
132
Views
3
Likes
1
Comments
5.0
Rating