মধ্যবিত্ত ঘরের ছেলেদের জীবন
যেই বয়সে কলেজে ভর্তি হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মজা করার কথা সেই বয়সে বাড়ি থেকে ৩০০ কিলোমিটার দূরে এসে কাজ করা শুধুমাত্র মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সব ইচ্ছে স্বপ্ন বিসর্জন দেওয়া ।
যে ছেলেটা সারাদিন ঘন্টার পর ঘন্টা ঘরে বসে গেম খেলা এদিকে সেদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত সেই ছেলেটা সব বাদ দিয়ে ১২/১৪ ঘন্টা ডিউটি করে।
যে ছেলেটা রাত দশটায় ঘুমাতো, সেই ছেলেটা আজ সারা রাত ডিউটি করে এসে ঘুমায়।
যে ছেলেটা বাড়িতে ডালভাত খাবার দেখলে সারা বাড়ি চেঁচিয়ে মাথায় করে রাখত, সেই ছেলেটা আজ ডাল ভাত খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে।
সপ্তাহে একটা ছুটি পাওয়া যায় না তবুও যেটুকু সময় পায় সেটাও আবার কাপড় পরিষ্কার করতে আর ঘুম পাচ্ছে সময় কেটে যায়
হ্যাঁ এটাই মধ্যবিত্ত ঘরের ছেলেদের জীবন।
মধ্যবিত্ত
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
1.09K
Views
50
Likes
3
Comments
4.1
Rating