তোমারই অপেক্ষায় আছি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তোমারই অপেক্ষায় কখন থেকে
বসে আছি, পথের ধারে।
শুধু তোমারই জন্য!

চোখের এক কোণে জল নিয়ে,
মুখের ভাষায় মিষ্টি মিষ্টি,
কথা নিয়ে বসে আছি।
কখন আসবে তুমি!
কখন আসবে !

সেই ভোর থেকে
সন্ধ্যা পর্যন্ত,
শুধু তোমারই অপেক্ষায়
বসে আছি, পথ চেয়ে।

কেনো চলে গেলে সেই
অজানা পৃথিবীতে ।
যেই পৃথিবী সম্পর্কে
তোমার সবকিছুই
অজানা।

কেমন আছ তুমি?
কেন আমাকে নিয়ে গেলে না?
যতক্ষণ পর্যন্ত না তুমি
বাড়ি ফিরবে,
ততক্ষণ পর্যন্ত আমি,
তোমারই অপেক্ষায়
পথ চেয়ে বসে থাকব।
শুধু তোমারই অপেক্ষায় !

কখন আসবে তুমি :
কখন আসবে।
152 Views
6 Likes
4 Comments
4.6 Rating
Rate this: