তিথী চোখ বন্ধ করলো । আমি তিথী কে নিয়ে ছাদের অপর প্রান্তে নিয়ে গেলাম । তিথী সামনে আমি পিছনে ।
আমিঃ এবার চোখ খুলো ।
তিথী চোখ খুললো আর দেখলো যে কিছুই নেই ।
তিথীঃ কই কিছুই নেই তো । সব অন্ধকার ।
আপুঃ একটু সামনে তাকান ।
তিথী সামনে তাকাতেই কালার লাইটিং দিয়ে ডেকোরেটেড করা একটা সাইনবোর্ড জ্বলে উঠলো । আর সাইনবোর্ডে ফুল আর বেলুন দিয়ে সুন্দর করে লেখা,,,,
"""💕I LOVE YOU AYESHA💕""
"""💕 WILL YOU ACCEPT MY LOVE💕"""
"""💕PLEASE💕"""
তিথী লেখা গুলো দেখে একদম অবাক হয়ে গেল । অবাক হয়ে পিছনে তাকাতেই সে দেখলো আমি হাত বাড়িয়ে একটা রিং নিয়ে হাঁটু গেড়ে আছি । তারপর আমি বললাম,,,,,
আমিঃ I Love You আয়েশা ।
সাথে সাথে তিথী আমাকে দাঁড় করিয়ে দিয়ে অনেক জোরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো,,,,,
তিথীঃ I Love You 2...I Love You a Lot..
আমিঃ আরে পা*গ*লি মেয়ে কাঁদছেন কেন ?
তিথীঃ খুশিতে । আর আমি ভাবতেই পারি নি তুমি আমাকে এভাবে প্রোপোজ করবে ।
আমিঃ খুশি তো ?
তিথীঃ হুমম অনেক খুশি । পৃথিবীর সবথেকে বেশি সুখি মানুষ আমি মনে হচ্ছে ।
আমিও তিথী কে জড়িয়ে ধরলাম । প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মতো শান্তি মনে হয় আর কোথাও নেই । সেই শান্তিটা আজ ভোগ করলাম । মনে হচ্ছে সময় টা এখানেই থেমে যাক ।
কিছুক্ষণ পর জড়িয়ে ধরা অবস্থায় তিথী আমাকে জিজ্ঞাসা করলো,,,,,,,,
তিথীঃ আচ্ছা তুমি কি করে জানলে যে আমিই আয়েশা ।
আমিঃ যেদিন আপনি আমাদের বাসায় আসেন আর আমাকে দেখে অজ্ঞান হয়ে যান সেদিনই আমি সন্দেহ করেছিলাম ।
তিথীঃ তারপর,,,
আমিঃ তারপর আমার বন্ধুদের সব জানাই । আর আপনার ব্যাপারে খোঁজ নিতে বললাম । খোঁজ নিয়ে জানতে পারলাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুনাম ধন্য ভার্সিটি ছেড়ে এখানে এই নরমাল ভার্সিটিতে ভর্তি হইছেন ।
তিথীঃ তারপর,,,,
আমিঃ সেখানেই আমার সন্দেহ আরো বেড়ে গেল । আমি সেদিন একদম শিওর হয়ে গেছিলাম যেদিন আমার বাইকের পিছনে আপনি আর আপু আমার বিষয়ে বির বির করে বলছিলেন । সেদিন আমি সব শুনতে পেয়েছিলাম ।
তিথীঃ তাহলে তুমি এতো দিন আমাকে কিছু বলো নি কেন ?
আমিঃ আমি চাইছিলাম আপনি নিজ থেকে এসে আমাকে বলেন যে আপনিই আয়শা । কিন্তু আপনি তো সেটা কখনোই বলতে পারবেন না বুঝতে পারছিলাম । আপনি একটা গা*ধী ।
তিথীঃ ওইই খবরদার আমাকে গা*ধী বলবা না । জানো না মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফুটে না ।
আমিঃ এহহ গাঁ*ধী কে গা*ধী বলবো না তো কি বলবো হুমম । এখন 2024 সাল । এখনকার মেয়ে ""বুক ফাটে তবুও মুখে না"" এই টাইপের না । যুগ পরিবর্তন হইছে বুঝলেন । আর অনলাইনে তো ঠিকই প্রোপজ করেছিলেন ।
তিথীঃ আরে অনলাইন আর সামনা সামনি আলাদা ব্যাপার ।
আমিঃ হুমম ।
তিথীঃ আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরন হইছে ।
আমিঃ কি স্বপ্ন ।
তিথীঃ আমি ভাবতেই পারি নি আমি তোমাকে ভালোবাসার মানুষ হিসেবে পাবো । আর তোমার স্বপ্ন ও তো পূরণ হইছে তাই না ।
আমিঃ কোন স্বপ্ন ?
তিথীঃ এই যে সিনিয়র বউ পাওয়ার ।
বলেই আমার বুকে লজ্জায় মাথা রাখলো ।
আমিঃ ইশশশশ ওই দুর্বল জায়গায় আঘাত করেই তো আপনি আমাকে ফাসিয়েছেন হিহি ।
তিথী আমার বুকে কি*ল ঘু*ষি দিতে দিতে বললো,,,,,,
তিথীঃ কি বললে আমি তোমাকে ফাসিয়েছি ।
আমিঃ হাহাহা আরে সরি । মজা করলাম ।
তারপর তিথী আমাকে আবার জড়িয়ে ধরলো । এর মধ্যেই আপুর এন্ট্রি । আপু এসেই বললো,,,,,,,
আপুঃ বাহহ এই লাইলি মজনু এক হলো কখন ?
আপুর কন্ঠ শোনা মাত্র আমি তিথীকে ছেড়ে দেই । তখন তিথী আপুকে বললো,,,,,,
তিথীঃ আসার আর সময় পেলে না ।
আপুঃ বাব্বাহ ভাইয়া কে পেয়ে বান্ধবী আমাকে এক দিনেই পর করে দিলো । ছাদে তো আসতেই চাইছিলে না । এখন যাও ।
তিথীঃ আমি কেন যাবো তুমি যাও ।
বলেই সবাই হাসতে লাগলো । তারপর আমরা তিনজন আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেলাম ।
আপুর বিয়ের কয়েকদিন পর আমাদের বিয়েটাও পরিবারের সম্মতিতে ধুমধাম করে হয়ে গেল । আজ আমার বাসর রাত ।
তবে অনেক নার্ভাস ফিল হচ্ছে । যাইহোক পাঁচ কেজি সাহস নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম ।
প্রবেশ করেই আমার চোখ গেল বিছানার উপর ।দেখি তিথী লম্বা ঘোমটা দিয়ে বসে আছে । আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না ।
এখন এতো নার্ভাস হলে সারাজীবনই আমাকে নার্ভাস করে রাখবে । তাই বুকে একটু সাহস নিয়ে খাটের কাছে দাঁড়ালাম ।
দাঁড়াতেই তিথী আমার পায়ে হাত দিয়ে সালাম করলো । তারপর আমি বললাম,,,,
আমিঃ বেঁচে থাকো মা । স্বামী সন্তান নিয়ে সুখে থাকো ।
এটা শুনা মাত্র তিথী আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো । তারপর আমি বললাম,,,,,
আমিঃ উপসস সরি । মা না বউ ।
তারপর তিথী আবার খাটে লম্বা ঘোমটা দিয়ে বসে পড়লো । আমিও একটু নাটক করতে শুরু করলাম । আমি তিথীকে রাগানোর জন্য খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়লাম ।
তিথী আমার এমন কান্ডকারখানা দেখে বললো,,,,,,,
তিথীঃ ওই শুয়ে পড়ছো কেন ? ওঠো বলছি ।
আমিঃ আমি এখন উঠতে পারবো না।
তিথীঃ না উঠলে তোমার উপর উঠে পড়বো কিন্তু । এখন বলো উঠবে নাকি শুয়ে থাকবে ?
তারপর আমি উঠে বসলাম । তিথী ঘোমটা নামিয়ে রাগি লুক নিয়ে আমার পাঞ্জাবি চেপে ধরলো আর বললো,,,,,,,,,
তিথীঃ গা*ধা একটা । বাসর রাতে কেউ ঘুমায় নাকি ?
আমিঃ তো কি করে ।
তিথীঃ আহা পিচ্চি টা আমার । জানো না কি করে ।
আমিঃ না জানালে বুঝবো কেমনে (নাটক করে)
তারপর তিথী লজ্জা কন্ঠে বললো,,,,,,
তিথীঃ কেন আদর করবা ।
আমি আবার না জানার ভান ধরে বললাম,,,,,,
আমিঃ আদর । সেটা আবার কি জিনিস ? আর কেমনে করে ?
তারপর তিথী আমার ফাইজলামি ধরে ফেলে । আর বলে,,,,,,
তিথীঃ কেমনে করে তাই না,,,দাড়াও তোমার কেমনে করে ছুটাইতেছি ।
তারপর তিথী আমার সাথে যা করলো সেই দুঃখের কথা আর শুইনেন না পাঠক পাঠিকারা । শুনলে কেঁদেই ফেলবেন । বাকিটা ইতিহাস হয়ে গেল । 😜
______________//
___________//
_______//
সমাপ্ত//
_______//
___________//
______________//
কেমন লাগলো আপনাদের এই গল্পটা । আশা করি ভালোই লাগছে । আমার সাধ্য মতোই চেষ্টা করছি । সকলেই একটা করে কমেন্টস করবেন আশা করছি ।
ছোট্ট লেখকের প্রেমে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
329
Views
21
Likes
2
Comments
4.5
Rating