সেই তেজি তরুণ মুগ্ধ
যে, আজ পৃথিবীতে নেই।
কিন্তু, সে অমর হয়ে বেঁচে আছেন।
হে আমি সেই তরুণের কথাই বলছি,
যে তরুণ পানি বিতরণ করে শহীদ হয়েছে।
নিজের কথা না ভেবে,
যে মানুষের জীবন রক্ষা করেছে।
সেই তেজি তরুণই হলো মুগ্ধ ।
যে দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে।
যার ব্যাথা ভরা শরীর নিয়ে
উঠার ক্ষমতা নেই বিছানা থেকে,
সেই, তরুণই এসেছে লাঠি হাতে
নিয়ে এসেছিল যুদ্ধের ময়দানে।
মানুষের জীবন বাঁচানোর জন্য,
দেশের সম্মান রক্ষা করার জন্য,
দেশের আত্মসম্মান রক্ষা করার জন্য,
দেশকে স্বাধীন করার জন্য ।
যে মানুষকে মরার আগে মুগ্ধ করে মরেছে।
হে, আমি সেই তরুণের কথাই বলছি,
যে তরুণ দেশের গৌরব,
যে তরুণ দেশের সাহসী যুদ্ধা।
হে আমি সেই তরুণের কথাই বলছি,
যার কথা দেশ স্মরণ করবে,
যার কথা ইতিহাসের পাতায় লিখা থাকবে।
হে আমি সেই তরুণের কথাই বলছি,
যে তরুণ পানি বিতরণ করে শহীদ হয়েছে।
হে, আমি মুগ্ধর কথাই বলছি।
কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ।
আপনাদের উৎসাহই আমার সফলতা। 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
মুগ্ধ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
152
Views
4
Likes
2
Comments
5.0
Rating