বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
শুরুটা হয়েছিলো ২০১৯ এ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যখন মাথায় একটা চাপ এসে জেকে বসেছিলো।কিন্তু চান্স পাবো কি পাবো না তার থেকে বেশি আনন্দে ছিলাম ঘুরতে পারার মতো কিছু আনন্দ আর কিছু অজানা জায়গা চেনার জন্য। কিন্তু এতো কিছুর জন্য তো প্রয়োজন অনেক টাকার আর বাবা মা তো আর ঘুরার জন্য এতো টাকা দিবে না তাই নিজে যেসকল টিউশনি করার জন্য টাকা পেতাম তা জমিয়ে রেখেছিলাম তাই নিয়ে শুরু করলাম এডমিশন নামে ভ্রমন যাত্রা।

এক এক করে শুরু হতে লাগলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : সেদিন ছিলো বৃহস্পতিবার,সকলে মিলে চলে গেলাম বাস কাউন্টারে।শুরু থেকেই সবার ইচ্ছা ছিলো বাসে যাবে তাই বাস কাউন্টার থেকে রাতের বাসে উঠে পড়লাম।সারা রাত বাস চলার পর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি কিন্তু হঠাৎ পাশের সিটের বন্ধু ডেকে বললো দেখ বাহিরের দৃশ্য তৎক্ষনাৎ আমি জানালা খুলতেই বাহিরের শীতল বাতাস মুখে লাগলো আর দেখলাম উচু উচু পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছি।তখম আমরা চট্টগ্রামের মধ্যেই ছিলাম।বাহিরের এতো মনোমুগ্ধকর দৃশ্য দেখি আমি সত্যিই তখন আমার পরীক্ষার চিন্তা ক্ষনিকের জন্য ভুলে গিয়েছিলাম। হালকা কুয়াশার মধ্যের পাহাড়ের সৌন্দর্য যে কতোটা সুন্দর এবং সৃষ্টিকর্তার সৃষ্টি যে কতো মায়াবী তা না দেখলে বুঝার উপায় নেই।
পরবর্তী সৌন্দর্য পরবর্তী পর্বে আবার শেয়ার করবো।
ধন্যবাদ
509 Views
17 Likes
2 Comments
3.4 Rating
Rate this: