বদ্ধ ঘর!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
* আমরা শহরেই থাকি, অনেক বছর হলো গ্রামের বাড়িতে যাওয়া হয় না। আমার পরিবার সহ আমরা এক সাথেই থাকি। আমার পরিবারের সদস্য হলো চার জন ছোট ভাই আমি আর মা -বাবা।

অনেক বার বাবার কাছে অনুরোধ করেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আমার জন্ম শহরেই হয়েছিলো জন্মের পর একবার গিয়েছিলাম বাড়িতে তাও অনেক ছোট ছিলাম তখন। শুধু এটুকুই মনে ছিলো যে আমাদের বাড়ির সামনে একটা বট গাছ ছিলো।

বাবা যেতে চাই না কেনো সেটা কখনো আমাদেরকে বলে না, শুধু বলে যেতে পারবে না। আমার শহরের কোনো কিছুই ভালো লাগে না। আমি এখনো স্বপ্ন দেখি যদি আমি গ্রামে পড়ালেখা করতাম তাহলে কতই না ভালো হতো। এইটা চিন্তা করতাম

প্রতিদিন বাসা থেকে স্কুলে হেটে হেটে যাবো। ছাড় পাশের প্রকৃতি দেখবো। সরিষা গাছ দেখবো। জমির এক পাশে দাড়িয়ে সূর্য ডুবা দেখবো। শিতের সময় সকালে বাড়ির সবাইকে নিয়ে হাটতে বাহির হবো।

এই স্বপ্ন গুলা প্রতিনিয়ত আমাকে তাড়না দিচ্ছে। এক দিন ঠিক করলাম আমি আর সিফাত গ্রামের বাড়িতে যাবই যাবো। বাবা রাতে অফিস থেকে পিরে আসার পর। আমি আর সিফাত ওনার কাছে গিয়ে অনেক কান্না কাটি করছিলাম যাওয়ার জন্য।

ওনি প্রথমে রাজি হয় নাই তারপর বলে আমি তোমাদেরকে হারাতে চাই না। আমি তখন বললাম কি বলো বাবা এসময় ওনি চুপ করে গেলেন আর কিছু বললেন না। আমাদের দুইজনের কান্না কাটি দেখে পরে রাজি হয়েছে।

পর দিন আমরা সকাল সকাল রওনা হয়েছি। যেতে যেতে প্রায় বারোটা বেজে যাই।
বাড়ির সামনে গিয়ে গাড়িটা দাড়ালো। আমি গাড়ি থেকে না নেমেই বাড়ির দিকে তাকিয়ে আছি। কেমন জানি আমার সব আনন্দ নিমিষেই শেষ হয়ে গেলো।

গেটের পাশে বট গাছটা দেখে মনে হচ্ছিলো এই গছটা যেনো আমাকে টানছে। কেনো জানি মনে হচ্ছে এই বাড়ি এই গাছ আমার পরিবার থেকে কিছু চিনেয়ে নিয়েছে। হঠাৎ বাবা বলে উঠলো কি রে মা নামছো না যে। আমি তখন থুত মতি খেয়ে উঠলাম আর বলাম নামছি বাবা।

গাড়ি থেকে নেমে বাবা আমাদের বাড়ির গেইটা খুললো। গেইট দিয়ে বাড়িতে ঢুকতেই কেমন জানি আমার মধ্যেকার আত্মাটা ভয়ে শিহরিত হয়ে উঠলো। সবাই বাসার বিতর চলে গেলাম।

আমরা সবাই প্রেশ হলাম আম্মু তারপর কিচেনে চলে গেলো আমাদের দুপুরের খাবার তৈরি করতে। আমি সিফাত আর বাবা বসে আছি সামনের রুমে। হঠাৎ আমার চোখ গেলো বাড়ির পিছনের পুকুরটার দিকে।

কেনো জানি মনে হলো পুকুরের পানি গুলো কেউ নাড়ছে। পরে ভাবলাম হয়তো বাতাসে পানি গুলার এমন হচ্ছে। আমি সিফাতকে বললাম ভাই চল আমরা বাহির থেকে হেটে আসি। বাবা তৎক্ষনাৎ আমাকে দমকা দিয়ে বলে তোমাদেরকে নিয়ে আসছি এই নই যে যা ইচ্ছা তা করবা?

তোমরা এক পাও বাড়ির বাহিরে যাবে না? আমি একবারে বলছি আমি কাউকে হারাতে চাই না। তখন আমি ভাবতে লাগলাম বাবা এতো ছোট কথাতে রেগে গেলেন কেনো আর আমার মধ্যে যেনো সন্দেহ ভাষা বানছে তাহলে কি কেনো এই সব ভাবছি আমি বুঝতে পারছি না ?

আম্মু তখন হঠাৎ

চলবে....
454 Views
11 Likes
3 Comments
4.4 Rating
Rate this: