আজ বলতে চাই অনেক কথা
যে কথা বলতে গিয়েও হইনি বলা,
যে কথা আছে চাপা হৃদয় মাঝে
সে কথা বলতে চাই বিদায় বেলা।
ভালোবাসা কি বুঝিনি কভু
তবুও তো বেসেছি ভালো,
তোমার হাত ধরে চলতে চেয়েছি পথ
দেখতে চেয়েছি তোমার চোখে আলো।
তুমি বলতে বারেবার,নেই অধিকার
তোমাকে একফোঁটা ভালোবাসার,
বুঝি আমি সেটা, তুমি বলতে যেটা
তবুও ধরতাম ভান না বোঝার।
ভালো বাসতে গেলে অধিকার নয়
লাগে একটা অবুঝ সুন্দর মন,
বোঝাবে কে সেটা তোমায় আজ
তুমি যে আর তুমি নেই এখন।
ভালবেসে তোমায় করেছি কি ভুল
হারে হারে বুঝে গেছি আমি,
তাইতো অন্য প্রেমে মজেছো তুমি
চক্ষু শুল হয়ে গেছি আমি।
দেখিয়েছো যুক্তি,চেয়েছো মুক্তি
দিলাম তাই তোমায় চিরো ছুটি,
আসবোনা আর, রইলনা দায়
নতুন করে তুমি বেধ জুটি।
আজকের পর আর, খুজনা আমায়
যদি মনে পরে যায় আমার কথা,
যদিও বিচ্ছেদ ঘটে, নতুন সাথীর সাথে
তবুও ভুলো আমায়, মনে রেখোনা ব্যাথা।
হতে পারিনি কভু, তোমার মনের মত
চলে গেলাম তাই অনেক দূরে,
তবে জেনো তুমি, মোহো কাটবে যখনি
খুঁজবে আমায় কোথাও পাবেনা ঘুরে।
না বলা কথা বলে গেলাম আজ
ফিরবোনা কভু তোমার বুকে,
আমায় ভুলে নতুন সাথীর সাথে
থেকো তুমি আজীবন মহা সুখে।
না বলা কথা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
142
Views
1
Likes
1
Comments
5.0
Rating