* কবরে সাপের দংশন *

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
**** জাহান্নামে সাপের আকৃতি হবে বড় ধরনের। রাসুল [সাঃ] বলেছেন, যারা জাহান্নামি হবে তাদের শাস্তির জন্য উপকরণ হিসাবে সেখানে রাখা হয়েছে প্রচুর
পরিমাণে আগুনের সাপ। সেই সাপের আকৃতি হলো বড় ধরনের। আর এই সাপ যদি
একবার কোনো দোযখীকে দংশন করে তাহলে তার বিষক্রিয়া থাকবে বহুদিন পর্যন্ত। এবং ক্ষত জায়গা থেকে রক্ত বাহির হবে দীর্ঘ ৪০ বছর পর্যন্ত।

** হযরত আবু সাইদ খুদরী [রাঃ] হতে বর্ণিত আছে, নবী করীম [সাঃ] বলেন-
কবরে বদকারের উপর নিরানব্বইটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে।
সেই সব সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। *****

*** সে সাপের বিশ এত মারাত্মক হবে যে, যদি একটি সাপ কবর হতে মূখ ঘুরিয়ে
পৃথিবীর দিকে নিঃশ্বাস ছাড়ে তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য উৎপন্ন হবে না। **
162 Views
4 Likes
1 Comments
5.0 Rating
Rate this: