** হযরত আবু সাইদ খুদরি (রাঃ) বলেছেন, একদিন রাসুল (সঃ) ঘরের বাইরে গেলে কিছু লোককে দেখতে পেলেন যে, তারা খুব জোরে হাঃ হাঃ করে হাসছে, যার কারনে তাদের দন্তরাজি বের হয়ে পড়ছে।
তিনি তাদের লক্ষ্য করে বললেন ঃ " সাবধান " তোমরা যদি মৃত্যুর কথা অধিক পরিমানে স্মরণ করতে, তাহলে আমি তোমাদেরকে এই অবস্থাই দেখতাম না।সুতরাং তোমরা মৃত্যুর কথা অধিক পরিমানে স্মরণ করবে। কেননা কবর প্রতিদিন বলে আমি হচ্ছি বন্ধুহীন ব্যক্তির ঘর, আমি হচ্ছি একাকী থাকার ঘর, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি পোকা মাকড়ের ঘর।
অতঃপর তিনি বলেন ঃ " যখন কোনো মুমিন ব্যক্তিকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে স্বাগতম, তুমি তোমার নিজের ঘরে এসেছো।যারা আমার বুকের উপর চলাচল করে তাদের মধ্যে নিঃসন্দেহে তুমি আমার প্রিয় ব্যক্তি। সুতরাং তোমাকে আমার কাছে সোপর্দ করা হয়েছে এবং তুমি আমার কাছে এসেছো। অতএব তুমি আমার ব্যবহার দেখবে,দেখবে আমি তোমার সাথে কিরূপ আচরণ করি। এরপর মৃত ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর প্রসস্ত হয়ে যাবে এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে।
আর কবরে যখন কোনো কাফের ও পাপাচারীকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে, তোমার আগমন খুবই খারাপ এবং তুমি খারাপ জায়গায় এসেছো। তুমি এখন জানবে, আমার বুকের উপর চলাচল কারি সমস্ত লোকের মধ্যে তুমি ছিলে আমার কাছে কত ঘৃণিত। তোমাকে আজ আমার কাছে সোপর্দ করা হয়েছে এবং তুমি আমার পূর্ণ নিয়ন্ত্রণে। আজ তুমি দেখবে, আমি তোমার সাথে কিরূপ আচরণ করি। এরপর কবর তাকে এমন জোরে দুদিক থেকে চাপ দিবে, যার ফলে তার ডান পাঁজরের হাড় বাম দিকে এবং বাম পাঁজরের হাড় ডান দিকে ডুকে পড়ে।
এই অবস্থাকে নবী করিম (সঃ) এভাবে প্রকাশ করেছেন যে, ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের আঙ্গুলসমূহের মধ্যে প্রবেশ করালেন। [তিরমিজি, মেশকাত ] *****
মৃতের সাথে কবরের কথপোকথন
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
141
Views
3
Likes
1
Comments
5.0
Rating