কবিতার নাম: রাত ফুরোলো
রাত ফুরোলো, রাত ফুরোলো
"ওঠরে চাষীর দল"
কালো নিশীথ রাত পেরিয়ে
নতুন সূর্য নীল আকাশে
অনেক বেলা হলো
"চলরে মাঠে চল"
নিস্তব্ধ সকাল বেলা, রৌদ্র ফাগুনের হাওয়া
লাগবে সোনার গায়ে,
আলসে নয়, ওঠ সকলে
মিছে কেন ঘুমের তরে
ওই যে শোন কিচিরমিচির
শত পাখির ডাক
জেগেছে তাঁরা সবে, তবে কেন তোরা নিরবে
ওঠরে চাষীর দল
নতুন রৌদ্রে মন ভাসিয়ে
চলরে মাঠে চলে!
ছোট্ট লেখকের কবিতার ঝুলি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
72
Views
18
Likes
4
Comments
4.9
Rating