
জুয়া
রাত প্রায় 10 টা বাঝে ,,তখন এক ঘর থেকে ঠাস ঠাস করে কাওকে মারার শব্দ ভেসে আসছে । আর প্রতিবেশিরা বলা বলি করা শুরু করেছে ,,।
ঔ যে জামালের ঘর থেকে বউকে মারার শব্দ ভেসে আসা শুরু হয়ে গিয়েছে ।
কোন কোন প্রতিবেশীরা আরও বলছে এমন জঘন্য মানুষ .....