ঊর্মির চোখের দীপ্তি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঊর্মি, তোমার চোখের দীপ্তি,
তারা হয়ে জ্বলে,
রাতের আকাশে তোমার নাম,
মনে গুনগুন করে।

তুমি আমার জীবনের গান,
সুরের মূর্চ্ছনা,
তোমার ছোঁয়ায় বদলে যায়,
মনের সব কষ্ট-দীর্ণা।
29 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: