কবিতার নাম: তিন বন্ধু
তিন বন্ধুর প্রতিদিন সন্ধ্যাবেলা গল্প জমে বেশ
হাসি মজা নিয়ে ওদের আনন্দের নেইকো শেষ!
এক বন্ধু রাজার পুত্র এক বন্ধু মন্ত্রীর
আরেক বন্ধু ছিল রাজ্যের গরিব চাষীর !
দিন যায় মাস যায় একসাথে বড় হয় তিনজন
অনেক চেষ্টা করিয়াও মহারাজ মন্ত্রী চাষী
--তিন বন্ধুর করিতে পারেন না খন্ডন--
একদিন মহারাজের রাগিয়া গিয়া পাঠাইলেন তিনজনকে তিন দেশে
তিন দেশে তিন বন্ধুর দিন কাটে না আর হেসে !
খুঁজিতে খুঁজিতে তিন বন্ধুর একদিন দেখা হলো
এরপর তিনজন খুশি হয়ে নিজের দেশে গেলো !
তিন বন্ধুকে দেখিয়া রাজা মন্ত্রী চাষী
"হইলেন খুব খুশি"
আবার হাসি খেলায় তিন বন্ধুর
"চলে যায় দিবানিশি!"
*
নিজের জীবনের সাথে জড়ানো কিছু স্মৃতিকে আঁকড়ে ধরতে এই কবিতাগুলোকে লিখছি। এক জায়গায় ঘুরতে গিয়ে কবিতাটা মাথায় এসেছিল। তাই সেখানেই লিখেছিলাম। কেমন হয়েছে অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন।
ছোট্ট লেখকের কবিতার ঝুলি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
85
Views
18
Likes
5
Comments
5.0
Rating