ছোট্ট লেখকের প্রেমে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ফেইক আইডি দিয়ে রাতে ফেসবুকিং করছিলাম হঠাৎ দেখি একটা মেয়ে আমার লেখা গল্প ক*পি করে পোষ্ট করেছে । কমেন্টস গুলো চেক করলাম ।

দেখি অনেকে মেয়েটিকে বলছে "অনেক সুন্দর লিখেছেন আপু" । আর মেয়েটিও রিপ্লেই করছে "ধন্যবাদ" ।

মেয়েটির প্রতি আমার একটু কিউরোসিটি জাগলো । তাই একটু ভেবে মেয়েটিকে মেসেজ রিকোয়েস্ট দিলাম । লিখলাম,,,,,

আমিঃ আপনার গল্পটা কিন্তু অনেক সুন্দর । গল্প গুলো কি আপনি লেখেন,,?

কিছুক্ষণ পর মেয়েটি রিকোয়েস্ট একসেপ্ট করে রিপ্লেই করলো,,,,,

মেয়েটিঃ ধন্যবাদ । জ্বি না গল্পটা আমি লিখি না ।

বাহহ ! মেয়েটি তো দেখছি সত্যি কথাই বলে (মনে মনে) । তারপর বললাম,,,,,

আমিঃ তাহলে কে লিখে ?

মেয়েটিঃ আমার জানু,,মানে আমার বয়ফ্রেন্ড । 💕

আমার মেয়েটির লেখা দেখে চোখ বড় বড় হয়ে গেলো আর সাথে সাথে বিষম খেলাম । মেয়েটি বলে কি । আমার লেখা গল্প নিজের বয়ফ্রেন্ডের নামে চালাচ্ছে । কি সাংঘাতিক মেয়ে রে বাবা । তারপর আমি জিজ্ঞাসা করলাম,,,,,,

আমিঃ আপনার বয়ফ্রেন্ডের নাম কি ?

মেয়েটিঃ কেন ?

আমিঃ না মানে গল্প টা তো অনেক সুন্দর তাই তাকে নিজেই একটু ধন্যবাদ জানাবো তাই আর কি ।

মেয়েটিঃ ওহহ আচ্ছা । ওর নাম রাকিব 🙈 ।

সাথে সাথে আরো দুইটা বিষম খেলাম । মেয়েটি বলে কি । আমি আবার ওর বয়ফ্রেন্ড হলাম কবে । ওকে তো চিনিই না ।

নিজেকে অনেক কন্ট্রোল করে মেয়েটিকে আবার জিজ্ঞাসা করলাম,,,,

আমিঃ বাহহ । লেখক মানুষ আপনার বয়ফ্রেন্ড । আপনার তো অনেক ভাগ্য ভালো ।

মেয়েটিঃ জ্বি ধন্যবাদ । আমার বয়ফ্রেন্ড এরকম ই রোমান্টিক হবে আমার ছোটবেলা এটাই স্বপ্ন ।

আমিঃ বাহহ । আচ্ছা উনার একটা পিক দিবেন প্লিজ ।

মেয়েটিঃ কেন ?

আমিঃ তাহলে আ*ই*ডি চিনতে সুবিধা হতো আর কি । ধন্যবাদ জানাতে হবে তো ।

মেয়েটিঃ ওহহ আচ্ছা । ওয়েট,,

আমি ভাবছি আমার পিক কোথায় পায় দেখি । একটু পর মেয়েটি একটা পিক দিলো । এমা এতো দেখি আমার গল্পের আ*ই*ডি*র প্রোফাইল পিকচার । এটাও সে কালেক্ট করে রাখছে ।

কিছুক্ষণ আমি বললাম,,,,,

আমিঃ ভালোই । আপনাদের জন্য শুভ কামনা ।

মেয়েটিঃ ধন্যবাদ ।

আর বেশি কথা বললাম না । তাই বললাম,,,,

আমিঃ আচ্ছা রাখছি । ভালো থাকবেন ।

মেয়েটিঃ জ্বি আপনিও ।

আমিঃ আল্লাহ হাফেজ ।

মেয়েটিঃ আল্লাহ হাফেজ ।

কাল এই মেয়ের সাথে গল্পের আইডি দিয়ে কথা বলবো । কেমন বয়ফ্রেন্ড আমিও দেখছি ।

এই ভেবে ঘুমিয়ে পড়লাম । সকালে,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,
732 Views
28 Likes
2 Comments
4.3 Rating
Rate this: