মাদ্রাসার শিক্ষকরা আনিস এবং তানজিনার মধ্যে আলাদা কিছু লক্ষ্য করেছিল। তারা জানত, এই দুজনই মাদ্রাসার ভবিষ্যৎ। তাই একদিন প্রধান শিক্ষক, মাওলানা সাহেব, তাদের দুজনকে ডেকে পাঠালেন।
মাওলানা সাহেব বললেন, “আনিস, তানজিনা, তোমরা দুজনেই খুব ভালো পড়াশোনা করছো। আমি চাই তোমরা মাদ্রাসার বাইরে গিয়ে বড় কিছু করো। তোমাদের ইলমকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”
তানজিনা প্রশ্ন করল, “হুজুর, আমরা কীভাবে ইলম ছড়াতে পারি?”
মাওলানা সাহেব হেসে বললেন, “তোমাদের জন্য অনেক সুযোগ আছে। আল্লাহর পথে থেকে দাওয়াতি কাজ করো, আরও পড়াশোনা করো, এবং একদিন মাদ্রাসা বা মসজিদে ইমামতির দায়িত্ব নাও।”
আনিস উৎসাহিত হয়ে বলল, “ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব।”
কঠিন পরীক্ষার মুখোমুখি
মাদ্রাসায় একটি বড় পরীক্ষা এসে গেল। এই পরীক্ষা ছিল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আনিস আর তানজিনা দুজনেই পরীক্ষার জন্য রাতদিন পড়াশোনা করতে লাগল।
তানজিনা একদিন আনিসকে বলল, “এই পরীক্ষার ফলাফল আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমি খুবই নার্ভাস।”
আনিস শান্ত স্বরে বলল, “আল্লাহর উপর ভরসা রাখো। আমরা চেষ্টা করেছি, আল্লাহ ফলাফল ঠিক করে দেবেন।”
তানজিনা বলল, “তুমি ঠিক বলেছ। আমাদের নিয়ত ভালো রাখতে হবে।”
তারা দুজনেই পরীক্ষা দিল এবং আল্লাহর ইচ্ছায় ভালো ফলাফল করল। তাদের আত্মবিশ্বাস আরও বাড়ল এবং তারা আরও বড় লক্ষ্য স্থির করল।
.
.
পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে...
আজকের পার্ট টি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন
ভালোবাসার পথ চলা (পর্ব ২)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
188
Views
1
Likes
1
Comments
5.0
Rating