ছোট্ট লেখকের কবিতার ঝুলি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
কবিতার নাম: দিদি


দির্ঘদিন পরে এলাম নদীর তীরে
বেশ জলে ভরা বর্ষার ফলে,
ডুব দিতে ইচ্ছে হলো এক
"কিন্তু যদি মা বকে!"

নদীর প্রবল স্রোতে হারায়েছি দিদিকে,
"ভুলে যায়নি মা সেই কথা"
মনে পড়লে আজও দু'চোখ বেয়ে অশ্রু ঝরে!

"সেই স্নান, শেষ ম্লান"
তারপর আর দেখিনি তাকে,
দিদিরে কেন হারালি তুই আমাদের ছেড়ে!
তোর জন্য মন কাঁদে খুব,
"বড় দেখতে ইচ্ছে করে!"


বিধি তুমি এতই নিঠুর,
আমাকে না উঠিয়ে নিয়ে
দিদিকে নিলে কেড়ে!

হঠাৎ নদীর পানে জল থবথব শব্দ
মনে হয় যেন দিদির সাঁতার কাটার ধব্দ,,
দু'চোখ মেলে দেখি গড়িয়ে আসছে সন্ধ্যে
তাড়াতাড়ি ফিরতে হবে বাড়ি রাত নামার মধ্যে!

*দেরি হবে একটু যখনি
  খেতে হবে মায়ের বকুনি*

"বিদায় তবে রাক্ষসী নদী"
কি দেখালি তোর মৃত্যু বাহার,
"তোর দেহেতে দিদির প্রাণ"
দিস একটু মিছে আহার!



*

এই কবিতাটা আমার নিজের দিদি/আপুকে নিয়ে লিখা! আমার আপু নদীতে পড়ে মারা গিয়েছে! তার স্মৃতিকে আঁকড়ে ধরতে এই কবিতাটা রচনা করলাম!
কেমন হয়েছে অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন।

*

সবাই দোয়া করবেন আমার আপু যেন জান্নাতবাসী হয়!

243 Views
24 Likes
14 Comments
4.8 Rating
Rate this: