একদিন আমি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম। রাত তখন ১১ টা থেকে ১২ টার মধ্যে হবে। রাস্তা একদম শুনশান কোথাও কোন গাড়ি নেই। আমাদের রাস্তার কিছুদূর এলে একটি রেল লাইনের দেখা পাওয়া যায়। মনের সুখে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং গান গাইছিলাম। যখন আমি হাঁটতে হাঁটতে রেল লাইনের নিকট পৌঁছালাম, তখন রেললাইনের একপাশে একটি তরুণী মেয়েকে বসে কান্না করতে দেখলাম। প্রথমে এত রাতে একটি তরুণী মেয়েকে রেল লাইনের উপর একা একা বসে থাকতে দেখে খুবই বিস্মিত হলাম। কিন্তু পরে ভাবলাম মেয়েটির কোন বিপদ হলো না তো? তখন আমি আমার মনকে প্রশ্ন করলাম দেখি মেয়েটির কোন সমস্যা হতে পারে। একটু সামনে গিয়ে দেখি। আর অন্য মন আমাকে বলছিল কোন বিপদ হতে পারে। কারণ এই যুগে এমন ঘটনা অহরহই ঘটে থাকে। যেভাবে অভিনয় করে ,পরে বিপদে পড়তে হয়। তারপরও আমি মনকে কোনরকম বোঝালাম এবং সামনে এগোতে লাগলাম। মেয়েটির কাছে গিয়ে আমি বিনম্র সুরে জিজ্ঞেস করলাম আপু আপনার কোন বিপদ হয়েছে কি? এত রাতে একা একা এখানে বসে আছেন আশেপাশে কোন মানুষ নেই। মেয়েটি হঠাৎ আমাকে দেখে চমকে উঠলো এবং ঘুরে বসলো। সে আমাকে বলল আমার কাছে আসবেন না আমাকে যেতে দিন। আমি বললাম ভয় পাবেন না আমি আপনার কোন ক্ষতি করব না। আপনার কি কোন সমস্যা হয়েছে? আপনি কি বিপদে পড়েছেন? কোন সমস্যা হলে আমাকে বলতে পারেন।আর আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে কোনভাবে সাহায্য করতে পারি? মেয়েটি খুবই অসহায় এবং করুন সুরে আমাকে বলল আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে আসছিলাম ।কিন্তু তারা আমাকে ফেলে রেখে চলে গেছে । এখন আমি বাড়িতে ফিরব কিভাবে এটাই বুঝতে পারছি না। তখন আমি বললাম ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। মেয়েটি দ্রুত উঠে পড়লো এবং বলল আচ্ছা ঠিক আছে চলেন। আমি মেয়েটির কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলাম। কিছুদূর হাঁটার পর একটি ভ্যান পেলাম ওইখানে করে আমরা মেয়েটির বাড়িতে পৌঁছালাম। মেয়েটির বাড়ির কাছে গিয়ে আমি তাকে বললাম আপনি আগে চলুন। যখন বাড়ির গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম, মেয়েটির বাবা-মা মেয়েটির জন্য খুবই চিন্তিত এবং তার তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখন তাদের মেয়ে বাড়ি ফিরবে। মেয়েটিকে দেখতে পেয়ে তার মা মেয়েটিকে বুকে জড়িয়ে ধরল এবং তারা খুব খুশি হল তাদের মেয়েকে ফিরে পেয়ে। তারা সব ঘটনা মেয়েটির কাছ থেকে শুনলো। ঘটনা শুনে মেয়েটির বাবা আমার দিকে এগিয়ে এলো। তখন আমার মনের মধ্যে দিয়ে টর্নেডো বয়ে যাচ্ছিলো। কারন তখন আমার মনে হচ্ছিল যে উপকার করতে এসে ধুলাই না খেয়ে যায়। যাইহোক, মেয়েটির বাবা আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল বাবা তুমি কোন মায়ের সন্তান জানিনা। তবে তোমার জন্য আজকে আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। আমি তোমার কাছে সারা জীবন ঋণি থাকবো। জানিনা তোমার এই ঋণ আমি কীভাবে শোধ করবো জানি না। তবে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তুমি ঘরে আসো।এসে একটু নাস্তা করে যাও। তখন আমি মনে একটু সাহস পেলাম।আমি বললাম যে না আঙ্কেল আজ খাবো না। অন্য আর একদিন এসে খাবো। আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। আমি কাজ থেকে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে মা অপেক্ষা করতেছে। আপনি আমার জন্য দোয়া করবেন।আসি ভালো থাকবেন।
এই বলে আমি চলে আসলাম। তারপর থেকে আমি খুব হালকা বোধ করতে লাগলাম।কারন আমি একটা মানুষকে বিপদ থেকে সঠিকভাবে উদ্ধার করতে পেরেছি। এবং আমি এটা নিয়ে গর্ব করি।
জীবন থেকে নেয়া
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
164
Views
2
Likes
2
Comments
5.0
Rating