মাহমুদা পূর্ণতাকে কানে দুল পরিয়ে দিয়ে বাহু ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো।মনে মনে দুই তিনবার মাশাল্লাহ বলেও ফেললো।
_আমার মা টাকে খুব সুন্দর লাগছে। মাহমুদার কথা শুনে পূর্ণতা লজ্জা পেলো।পূর্ণতা কিছু বলতে লাগবে তার আগেই নিধির ডাক আসে।মাহমুদা বললো_
_যা ডাকছে তোকে।পূর্ণতাও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেলো।
________________________________________
_মাশাল্লাহ কী সুন্দর লাগছে,,মনে হচ্ছে আমার সামনে পরি দাড়িয়ে আছে।নিতির কথায় পূর্ণতা বললে_
_ইশ তোমাকে কী কম সুন্দর লাগছে??
_হ্যা কিন্তু তোমার থেকে বেশি না।ফারিন গাল ফুলিয়ে পূর্ণতাকে বললো_
_আমাকে কেমন লাগছে বলবা না??পূর্ণতা হেসে জবাব দিলো_
_তোমাকে সবার থেকে বেশি সুন্দর লাগছে। ওদের কথার মাঝেই ছেলেরা এসে হাজির।
_ভাইরে ভাই এক একজন কী আটা ময়দা লাগিয়েছে।আকাশের কথায় নিধি বললে_
_ভাইয়া এটাকে মেকআপ বলে আটা ময়দা না।
_ওই একি হলো।ফারিন এবার বললো_
_উহু এক না।
_আচ্ছা হয়েছে হয়েছে থামো এবার তোমরা।তোমাদের কথা শেষ হলে চলো এবার।আরাফের কথায় ফায়াদ বললো_হ্যা চল।এতক্ষণ পর ফায়াদের দিকে নজর পরলো পূর্ণতার।সবুজ রংঙের পাঞ্জাবিতে ফায়াদকে বেশ মানিয়েছে।ডান হাত দিয়ে চুল গুলো ব্যাকব্রাশ করতে করতে কী নিয়ে যেনো কথা বলছে আরাফের সাথে আবার মাঝে মাঝে শব্দ করে হেসে উঠছে।এই মানুষটার হাসি ও কী চমৎকার।এই লোকটার সবকিছু এত সুন্দর হতে হবে কেন??এই লেকটাকে এত ভালে লাগে কেন পূর্ণতার?নিজের উপর নিজেই বিরক্ত হয় পূর্ণতা।এই লোকটার কথা আর ভাবা যাবে না,, উহু একটুও না।
_কী ভাবছো??নিধির কথায় ভাবনা জগৎ থেকে ফিরে আসে পূর্ণতা।
_না না কিছু না।
_বিয়ে বাড়িতে এসে পরেছিতো।সবাই বাড়ির ভেতরে চলে গেছে।তুমি এখানে স্টেচুর মতে দাড়িয়ে আছে কেন?নিধির কথায় পূর্ণতা চারিদিকে চোখ বুলিয়ে দেখে সত্যিই সত্যিই বিয়ে বারিতে পৌঁছে গেছে,,
_কী হলো চলো?নিধির কথায় পূর্ণতা বললো_
_হ্যা চলো।
___________________________________________
নাজিম শেখ এর একমাএ মেয়ে সিনথিয়া। তাই নিজের একমাত্র মেয়ের বিয়েতে কোনোরকম কমতি রাখতে চাননা তিনি। ছাদের মধ্যেই বেশ বর করে আয়োজন করা হয়েছে হলুদের অনুষ্ঠান।স্টেজে বউ সেজে বসে আছে সিনথিয়া।একে একে সবার হলুদ লাগানো শেষ,,এবার পূর্ণতা আর নিধির পালা।পূর্ণতা আর নিধি স্টেজে উঠেছে সিনথিয়াকে হলুদ লাগানোর জন্য।
ফায়াদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিনথিয়ার পাশে বসা হলুদ রঙের শাড়ী পরা রমণীর দিকে।কী ভয়ংকর সুন্দর লাগছে মেয়েটাকে।জীবনে এত এত মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে ফায়াদের কই তাদের প্রতিতো কোনদিন এমন আকৃষ্ট হয়নাই। শেষে কিনা এই হাটুর বয়সী মেয়ের কাছে হার মানতে হলো ফায়াদ কে??তাহলে ফায়াদ ও কী এই হাটুর বয়সী মেয়ের প্রেমে পরলো?
_কিরে কী ভাবছিস??নাইমের কথায় ফায়াদ সামনে দৃষ্টি রেখেই বললো_
_আমার মনে হয় আমি প্রেমে পরেছি।নাইম চমকে উঠে বললো_
_কী??ফায়াদ স্বাভাবিক ভাবেই বললো_
_যা শুনেছিস তাই।এই বলে ফায়াদ ওখান থেকে চলে গেলো।আর নাইম স্টেচুর মতো দারিয়ে রইলো।
হলুদের পর্ব শেষ হলে,, এক এক জন এর নাচ শুরু হয়।পূর্ণতা ভীড়ের মাঝে কেমন অস্বস্তি বোধ করছিলে তাই পূর্ণতা ভীড় থেকে বেরিয়ে আসলে।গরম লাগায় চুল গুলোও হাত খোপা করে ফেললে।ফায়াদের ফোন আসায় ফায়াদ ভীড় থেকে বেরিয়ে আসলো।কথা বলা শেষ করেই ফায়াদ এর চোখ পরলো ছাদের কর্ণারে দাড়িয়ে থাকা পূর্ণতার দিকে। ফায়াদ এগিয়ে গেলো পূর্ণতার দিকে।ফায়াদ একটা চেয়ার পূর্ণতাকে এগিয়ে দিয়ে বললো_
_বসো।পূর্ণতা পাশ ফিরে দেখে ফায়াদ দারিয়ে আছে।পূর্ণতা বসলো।আরেকটা চেয়ার এনে ফায়াদও পূর্ণতার পাশে বসলো।
_ওখানে নাচ হচ্ছে আর তুমি এখানে একা একা দাড়িয়ে আছো যে?ফায়াদের কথায় পূর্ণতা বললো_
_আমার ওত ভীড়ের মাঝে অস্বস্তি হচ্ছিলো তাই।আপনি এখানে কেন?পূর্ণতার কথায় ফায়াদ বললো_
_তুমি একলা একলা দাড়িয়ে আছো তাই।ফায়াদের জবাব শুনে পূর্ণতা ফায়াদের দিকে তাকালো...ফায়াদ পূর্ণতার দিকে তাকিয়ে বললো_
_খোপা করেছো কেন?পূর্ণতা ছোট করে জবাব দিলো_
_গরম লাগছিলো তাই। ফায়াদ খেয়াল করলো একটা ছেলে বার বার পূর্ণতার দিকে তাকাচ্ছে,, হঠাৎ ফায়াদ এক অদ্ভুত কাজ করে বসলো, ফায়াদ এগিয়ে গিয়ে পূর্ণতার চুল খুলে দিলো, পূর্ণতা চমকে ফায়াদের দিকে চাইলো।ফায়াদ পূর্ণতার দিকে তাকিয়ে বললো_
_শাড়ি পরা হয়নাই পেছনের অনেকাংশ দেখা যাচ্ছিলো তাই চুল দিয়ে ঢেকে দিলাম। তাছারা একটা ছেলে বার বার তোমার দিকে কেমন করে তাকাচ্ছিলো,
_কিরে তোরা এখানে এসে বসে আছিস আর আমরা তোদের খুজতে খুজতে পাগল হয়ে গেলাম।আকাশ এর কথায় ফায়াদ বললো _
_কেন কী হয়েছে?খূজতেছিস কেন?
_তুই আর পূর্ণতা একসাথে উধাও তাই মনে করেছি তুই
পূর্ণতাকে কি...আকাশের কথা শেষ করতে না দিয়ে ফায়াদ বললো_
_মুখে লাগাম টান।তুই নিজেও জানিস আমি কেমন?
_তা ঠিক আছে।আচ্ছা একটা কথা... নাইম বললো তুই নাকি প্রেমে পরেছিস??ঘটনা কি সত্যিই?
_শাট আপ আকাশ।পূর্ণতা এতোক্ষণ ধরে ওদের কথাই শুনছিলো কিন্তু আকাশ শেষে এটা কি বললো??ফায়াদ ভাই প্রেমে পরেছে।কার প্রেমে পরেছে?নিশ্চয়ই মেয়েটা সুন্দরী হবে?
_কী ভাবছো ফায়দের কথায় পূর্ণতা ফায়দের দিকে পিটপিট করে চাইলো,, ফায়াদ আবারো বললো_
_কিছু বলবে??
_পূর্ণতা এপাশ ওপাশ মাথা নাড়ালো যার মানে না।ওই মূহুর্তেই আরাফ পূর্ণতার কাছে এসে ধমকের সুরে বললো_
_কোথায় ছিলি? তোকে আশে পাশে না দেখে কতটা ভয় পেয়েছি জানিস??ফায়াদ আরাফ কে থামিয়ে দিয়ে বললো_
_রিলেক্স আরাফ ও আমার সাথেই ছিলোও ভীড় পছন্দ করে না তাই এখানে এসে বসেছে।আরাফ লম্বা একটা নিশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বললো_
_অনেক রাত হয়েছে।এবার বাড়ি যাওয়া যাক।পূর্ণতা আরাফকে মিনমিনিয়ে বললো_
_সিনথিয়াকে বলে যাই।নাহলে ও রাগ করবে।
আরাফ কিছুটা রাগ দেখিয়ে পূর্ণতাকে বললো_
_বলা লাগবে না।আর নিধি এতোক্ষণ দাড়িয়ে দাড়িয়ে আরাফের রাগারাগি দেখছিলো।রেগে গেলেও লোকটাকে কী সুন্দর লাগে?নিধি মনে মনে কথা গুলো বলে মুচকি হাসলো।
_এমন পাগলের মতো একা একা হাসছো কেন আপু?নিতির কথায় নিধি থতমত খেয়ে যায় তারপর বলে_
_এমনেই হাসছি।তোর এত কথা জানা লাগবে না
.
.
.
.
চলবে...... 🦋
তোমার অপেক্ষায় (পর্ব ১১)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
154
Views
4
Likes
1
Comments
5.0
Rating